Breaking News

রাজ্যের প্রকল্প নকল করে কেন্দ্র, নাড্ডা সাহেবের হোমওয়ার্ক প্রয়োজন, জে.পি.নাড্ডাকে কটাক্ষ দোলা সেনের

নিজস্ব সংবাদদাতা :- মালদা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা | বিজেপিকে ক্ষমতায় আনলে কৃষকদের হাল ফিরবে বলে এদিন প্রতিশ্রুতি দেন নাড্ডা | এদিন তাঁর জবাবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন বলেন, “মমতা বন্দোপাধ্যায় ২০১১, ১২ বা ১৩ তে যে সব ঘোষণা করেছেন, কেন্দ্র ২০১৬-১৭-১৮ তে গিয়ে সেই সব প্রকল্প আনছে|” ‘নাড্ডা সাহেব’ কে তোপ দেগে এরপরই দোলা মনে করিয়ে দেন, কেন্দ্রীয় সরকার ৬ বার ‘কৃষি কর্মন’ পুরস্কার বাংলাকে দিল কী করে? বাংলার কৃষকরা বঞ্চিত হলে অন্য রাজ্য ছেড়ে পশ্চিমবঙ্গকে পুরস্কার দেওয়ার জন্য কেন বেছে নিল কেন্দ্র, সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন দোলা |


এমনকি এদিন তিনি আরও বলেন, “মমতা যে কৃষকদের পক্ষে সেটা প্রমাণ করার জন্য কোনও প্রকল্পের উদাহরণ দেওয়ার দরকার হয় না | সিঙ্গুরের কৃষকদের পাশে দাঁড়িয়ে মমতা ২৬ দিনের ঐতিহাসিক অনশন আন্দোলন করেছিলেন | জেপি নাড্ডাদের তাই কৃষকদের বিষয়ে মমতা বন্দোপাধ্যায়কে কোনও উপদেশ দেওয়ার দরকার নেই।” শনিবার মালদহের সাহাপুরে কৃষক সুরক্ষা অভিযানে নাড্ডা বলেন, “এবার ‘পিসি ভাইপো’কে হাত জোড় করে বিদায় জানাবে বাংলার মানুষ | দোলার জবাব, মমতাকে এ রাজ্যের মানুষ টাটা করে দেবেন, এই স্বপ্ন জেপি নাড্ডারা দেখুন, কাউকে স্বপ্ন দেখতে আমরা বাধা দিতে চাই না | তিন মাস স্বপ্ন দেখার জন্য স্বাগত জানাই|”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *