Breaking News

অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা, নবদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনায় নতুন স্লোগান নাড্ডার

প্রসেনজিৎ ধর :- বিজেপির ‘পরিবর্তন যাত্রার’ সূচনায় এসে জেপি নাড্ডা শুদ্ধ বাংলাতেই পরিবর্তনের ডাক দিলেন | রথ যাত্রা শুরু আগে তাঁর ভাষণে ‘পিসি-ভাইপো’, ‘তোলাবাজি’ প্রসঙ্গ উঠে এল|শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “মা মাটি ও মানুষের নামে রাজ্য সরকার জনগণের বিশ্বাস ভেঙেছে |” পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী শাসন কায়েম করতে চাইছেন বলেও এদিন অভিযোগ করেছেন তিনি | রাজ্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলেও সুর চড়ান বিজেপি সর্বভারতীয় সভাপতি |

প্রসঙ্গত, কয়েকদিনে রাজ্যের একাধিক জেলা থেকে ‘পরিবর্তন যাত্রা’ নামক রথ যাত্রা করবে বিজেপি | ২৯৪টি আসনই ছুঁয়ে যাবে এই রথ | যার সূচনা এদিন নবদ্বীপ থেকে করলেন নাড্ডা| , “এই পরিবর্তন শুধু সরকার পরিবর্তন নয়, বিচারের পরিবর্তন, ভাবনার পরিবর্তন।” “এই যাত্রার মাধ্যমে বিজেপি মানুষকে জাগাতে চাইছে, তবে আমার মনে হয় বাংলার মানুষ জেগেই গিয়েছে”, বলেন নাড্ডা | রাজ্য সরকারকে নিশানায় নিয়ে নাড্ডাকে বলতে শোনা যায়, পশ্চিমবঙ্গে শুধুমাত্র তোষণের রাজনীতি চলছে | তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও তুলোধনা করতে পিছপা হননি নাড্ডা | বারবার বাংলাতেই বলেন, ‘দিদি এত ভয় কিসের?’ মমতা বাংলার সংস্কৃতি রক্ষা করার কথা বললেও তিনি সেটা করতে ‘অক্ষম’ বলে এদিন তোপ দেগেছেন নাড্ডা | তাঁর কথায়, “জয় শ্রীরাম স্লোগানে এত রাগ কেন? ভারতের সংস্কৃতিকে সম্মান না করে রাজনীতি করবে কীভাবে? মমতাদি কাজে নেই, চিটিংবাজিতে এক নম্বর। নির্বাচনকে সামনে রেখে বাঙালি-বহিরাগত প্রচার করা হচ্ছে। কিন্তু আমি জানি রাজ্যের সংস্কৃতি রক্ষা করতে পারে বিজেপি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *