দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । এদিন নবান্নর সভাঘর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন মমতা। অমিত শাহকে নিশানা করে মমতার প্রশ্ন, ৩৫ আসন পেলেই বাংলায় সরকার পড়ে যাবে, কীবাবে তিনি একথা বললেন?লোকসভা নির্বাচনে বিজেপি ৩৫টি আসন পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। সিউড়ির সভায় এই মন্তব্য করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, সংবিধানের শপথ নিয়ে এই মন্তব্য করতে পারেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কি তিনি কোনও ষড়যন্ত্রে লিপ্ত? এই প্রশ্নও তুলেছেন তিনি।এদিন মমতা বলেন, ‘দলীয় সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বলবেন সেটা তাঁর ব্যাপার। কিন্তু তিনি কখনওই বলতে পারেন না যে ৩৫টা আসন পাব। পেলেই আর অপেক্ষা করতে হবে না। বাংলায় সরকার পড়ে যাবে। তার মানে একটা স্বরাষ্ট্র মন্ত্রী চক্রান্ত করছেন। এত ঔদ্ধত্য যে তিনি দেশ, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার পরিবর্তে তিনি বলছেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন।
কোন আইনে তিনি বলতে পারেন? তার মানে কি নিজেরা আইন তৈরি করবে? ওরা বিচারব্যবস্থা বদলে ফেলবে, সংবিধান বদলে ফেলবে। ইতিহাস বদলে ফেলবে। এই কথা বলার কোনও অধিকার তাঁর নেই। আমরা পরিষ্কার বলতে চাই। এই কথা বলার পর স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে তাঁর থাকার কোনও অধিকার নেই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। গণতান্ত্রিক ভাবে’।গত ১৪ এপ্রিল সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে সভা করেন অমিত শাহ। সেই সভায় তিনি বলেন, ‘২০২৪ সালে আমাদের ৩৫এর বেশি আসন দিন, ২০২৫ সালের অপেক্ষা করতে হবে না। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধসে যাবে। আর একবার বাংলায় পদ্ম ফোটালে বোমা বিস্ফোরণ হবে না, রাম নবমীর মিছিলে হামলা হবে না, অত্যাচার হবে না, অনুপ্রবেশ হবে না, গরুপাচার হবে না। বাংলায় যে ধরণের দুর্নীতি চলছে তা শেষ করার একমাত্র উপায় ভারতীয় জনতা পার্টি’।এর আগে অমিত শাহর এই মন্তব্যকে চ্যালেঞ্জ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ”একটা আসন পেতেও কালঘাম ছুটবে।” আজ মুখ্যমন্ত্রীর কথাতেও সেই একই সুর।