প্রসেনজিৎ ধর, কলকাতা :- খারিজ জামিনের আবেদন। চারদিনের সিবিআই হেফাজতে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, এমনই নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আগামী ২১ এপ্রিল ফের মামলার শুনানি।নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ৪ দিনের সিবিআই হেফাজতে পাঠাল আলিপুরের বিশেষ আদালত। সোমবার সকালে জীবনকৃষ্ণকে গ্রেফতার করে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই। তার পর এসএসকেএম হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। এর পর তাঁকে আলিপুর আদালতে পেশ করে সিবিআই |
আদালতে সিবিআই বলে, অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা টাকার বিনিময়ে বহু অযোগ্য প্রার্থীকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন। একাধিক লোকের সঙ্গে ষড়যন্ত্র করে এই কাজ করেছেন তিনি। সেই সমস্ত ব্যক্তিদের টাকাও পাঠিয়েছেন জীবনকৃষ্ণ। তাঁর বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে। কার কার কাছ থেকে কত টাকা তিনি নিয়েছেন। তল্লাশির সময় ফোন পুকুরে ছুঁড়ে ফেলে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন তিনি। কতজনকে তিনি অবৈধভাবে চাকরি পাইয়ে দিয়েছেন তা জানা প্রয়োজন। পাল্টা জীবনকৃষ্ণর আইনজীবী বলেন, ‘জীবনকৃষ্ণকে ফাঁসনো হয়েছে। তিনি নির্দোষ। তাঁর বাড়িতে বৃদ্ধ বাবা ও ছোট সন্তান রয়েছে। তাই তাঁকে জামিন দেওয়া হয়।’ সওয়াল শুনে ধৃত তৃণমূল বিধায়ককে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।