দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ এপ্রিল শুনানির সম্ভাবনা।কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারের প্যাডে গ্রুপ–সি নিয়োগের তালিকা ধরে বেআইনি নিয়োগের অভিযোগ তোলা হয়েছিল। এমনকী বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেটাকে ভুয়ো বলে দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আর মানহানির নোটিশ পাঠিয়েছিলেন। এবার পাল্টা আরামবাগের সাংসদের বিরুদ্ধে মামলা করা হল। আর তাতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৬ এপ্রিল এই মামলায় শুনানির সম্ভাবনা বলে খবর। অভিযোগ তোলা হয়েছে, অপরূপা পোদ্দারের তালিকায় যাঁরা ছিলেন তাঁদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে।গত প্রায় একবছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলা। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ একাধিক বিধায়ক, উচ্চপদস্থ আধিকারিক। এসবের মাঝেই সম্প্রতি টুইটে একটি ‘সুপারিশপত্র’ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। দেখা যায়, ২০১৭ সালে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার তাঁর নিজস্ব প্যাডে ৭ জনের চাকরির জন্য সুপারিশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে। সেই টুইটের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কথা কাটাকাটিতে জড়ান অপরূপা-শুভেন্দু |সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার অপরূপা পোদ্দারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। অভিযোগ, সাংসদের তালিকার প্রার্থীদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে। ২৬ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা। ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর নিজের প্যাডে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সুপারিশ করেছিলেন সাংসদ অপরূপা পোদ্দার বলে অভিযোগ বিজেপি নেতার। এমনকী বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন বিজেপি নেতা তথা আইনজীবী।
কলকাতা হাইকোর্টে সেই মামলা গৃহীত হয়েছে বলে খবর। ২৬ এপ্রিল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আবার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একই অভিযোগ তুলে আগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআইয়ের দিল্লি ও কলকাতার অফিসে চিঠি পাঠিয়েছিলেন। এই প্রেক্ষিতেই তিনদিন আগেই অপরূপা পোদ্দার বলেছেন, ‘আপনারা আসল পেপারটা সামনে আনুন। সিবিআই–ইডিকে দিন। কোর্টেই দেখা হবে। যোগ্য জবাব আপনারা পাবেন।’
Hindustan TV Bangla Bengali News Portal