প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতায় এলেন নীতীশ কুমার। সোমবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন বিহারের মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন উপ মুখ্যমন্ত্রী লালু পুত্র তেজস্বী যাদবও। উত্তরীয় পরিয়ে নবান্নে তাঁদের বরণ করে নেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু। নীতীশ কুমারের সঙ্গে বৈঠকের পর বাকি বিরোধীদের সঙ্গে থাকার দাবি জানালেন মমতা ব্যানার্জি। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিন সংবাদমাধ্যমে মমতা বলেন, ‘‘নীতীশজীকে অনুরোধ করব বিহারে সর্বদলীয় সভা ডাকুন। বিহার থেকেই জয়প্রকাশ নারায়ণের আন্দোলন শুরু হয়েছিল। সারা দেশে বার্তা দেওয়া প্রয়োজন যে আমরা একসঙ্গে রয়েছি।’’মমতার সংযোজন, ‘‘মিডিয়ার প্রচারে বিজেপি’কে ‘হিরো’ করে দেখানো হচ্ছে। আমি চাই বিজেপি ‘জিরো’ হোক।’’ বিরোধী জোট প্রসঙ্গে মমতা এমনও বলেন যে নেতৃত্ব নিয়ে তাঁর কোনও অহঙ্কার নেই। নীতীশ কুমার বলেন, ‘‘কেন্দ্রে আসীন বিজেপি নিজেদের ভালো করছে, নিজেদের প্রচার করছে।
দেশের জন্য কিছু করছে না।’’ বিরোধী দলগুলিকে এক করার প্রয়াস জারি রাখার বার্তাও দেন তিনি। এর আগে নীতীশ কুমার দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে একাধিক দলের নেতৃবেন্দের সঙ্গে তাঁর আলোচনা জাতীয় রাজনীতিতে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠক করেন ১৩ এপ্রিল। নীতীশ এবং ইয়েচুরি বলেন যে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক দলগুলির এক জায়গায় আসা উচিত। কংগ্রেসের সঙ্গে কি জোটে যাবেন? তা স্পষ্ট করেননি মমতা। তিনি জানান,’এসব নিয়ে চিন্তা করতে হবে না। সবাই এক। দেশের জনতা লড়বে বিজেপির বিরুদ্ধে।
Hindustan TV Bangla Bengali News Portal