দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রয়াত প্রবীণ সিপিএম নেতা মৃদুল দে | সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি মারা যান | মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন | মাস খানেক ধরে তাঁর চিকিৎসা চলছিল | সোমবার রাজারহাট-নিউটাউনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় | তাঁর মৃত্যুতে শোকের ছায়া সিপিএম শিবিরে | পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রয়াণকালে মৃদুল দে’র বয়স হয়েছিল ৭৫ বছর | ছাত্র জীবন থেকে সমাজ বদলের স্বপ্ন নিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন | সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই-এর সদস্য ছিলেন দীর্ঘদিন | পরে সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সদস্যও হয়েছিলেন তিনি | তবে তিনি কোনওদিন ভোটে দাঁড়াননি | একাধারে সুলেখক, সুবক্তা, সাংবাদিক মৃদুল দে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর গত কয়েক মাস ধরে চিকিৎসা চলছিল| নদিয়ায় ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু মৃদুলদের | পরবর্তীকালে ডিওয়াইএফআইয়ের সঙ্গে যুক্ত হন তিনি |
ধাপে ধাপে তিনি দলের শীর্ষস্তরে পৌঁছন | সিপিএমের তাত্ত্বিক নেতা হিসাবেই তিনি পরিচিত ছিলেন | মৃদুল দে একাধারে সুলেখক, সুবক্তা ও সাংবাদিক ছিলেন | গত বছর তিনি রাজ্য কমিটি ও কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি নিয়েছিলেন |মঙ্গলবার তাঁর মরদেহ হাসপাতাল থেকে মানিকতলার বাসভবনে নিয়ে যাওয়া হয় | সেখানে তার পরিবারের সদস্য ও আত্মীয় পরিজনরা শ্রদ্ধা জানান | পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে| পরে গণশক্তির দফতর থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশশ্মানে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়|