প্রসেনজিৎ ধর, কলকাতা :- কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে দায়ের মামলায় পুলিশের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ওই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করে বুধবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা করেন নিহত কিশোরীর বাবা। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার এই ঘটনার তদন্তে পুলিশ কী পদক্ষেপ করেছে তা জানতে চেয়েছে পুলিশ।কালিয়াগঞ্জের ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। কালিয়াগঞ্জের ঘটনায় তদন্তের কী অগ্রগতি, সেই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে পুলিসকে। আগামী মঙ্গলবারের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে পুলিশকে,নির্দেশ আদালতের।
পাশাপাশি, আদালতের আরও নির্দেশ, ভিডিয়োগ্রাফি সংরক্ষণ করে রাখতে হবে। তবে এদিন আদালতে দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানায় পরিবার। যদিও এখনই দ্বিতীয়বার ময়নাতদন্ত করার জন্য নির্দেশ দেননি বিচারপতি রাজা শেখর মান্থা। বরং বিচারপতি মান্থা পরিবারকে পুলিসের রিপোর্টটি পড়ে দেখার নির্দেশ দেন।প্রসঙ্গত, পুলিশের রিপোর্টে ধর্ষণের কোনও ইঙ্গিত নেই। বলা হয়েছে, শরীরে কোনও যৌন নিগ্রহের চিহ্ন নেই। নাবালিকার পেটে বিষ পাওয়া গিয়েছে। কিন্তু আদালতে ওই কিশোরীর পরিবার অভিযোগ করে যে সঠিকভাবে ময়নাতদন্ত হয়নি। পাশাপাশি ভিডিয়োগ্রাফি না হওয়া, প্রথমে এফআইআর না নেওয়ার মত আরও অনেক অভিযোগও করে পরিবার। আদালতে দাঁড়িয়ে পরিবার বলে, ‘পুলিস পরিবারের কাছে থেকে দেহ টেনে নিয়ে যায়। আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে।’পাশাপাশি, পুলিশকে পরিবারের হাতে ময়নাতদন্তের রিপোর্ট, এফআইআরের কপি তুলে দেওয়ার জন্যও নির্দেশ দেন। ২ মে মামলার পরবর্তী শুনানি।