দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনার তদন্ত করবে এনআইএ । বৃহস্পতিবার এই নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। দু’সপ্তাহের মধ্যে তদন্তের সমস্ত নথি এনআইয়ের হাতে তুলে দিতে হবে রাজ্যকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।রামনবমীর দিন হাওড়া শহরের পাশাপাশি উত্তরবঙ্গের ডালখোলাতেও অশান্তির ঘটনা ঘটেছিল। একইসঙ্গে রামনবমীর পরে হুগলি জেলার রিষড়াতেও অশান্তির ঘটনা ঘটেছিল। এই সব ঘটনার যথাযথ তদন্ত চেয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী CBI ও NIA তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল | সেই মামলার শুনানি আগেই শেষ হয়েছিল। কিন্তু তার রায়দান স্থগিত রাখা হয়েছিল। সেই মামলাতেই বৃহস্পতিবার সকালে রায় দান করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়ে রামনবমীর অশান্তির ঘটনায় আপাতত NIA তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রায়ে বলা হয়েছে এই ৩টি জায়গায় অশান্তির ঘটনায় যাবতীয় তদন্তের নথি আগামী ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA’র হাতে তুলে দিতে হবে।
তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে এই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানাবে| এই অশান্তি এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশি রিপোর্ট জমা পড়েছে আদালতে। তা দেখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশি রিপোর্টে স্পষ্ট যে ব্যাপক অশান্তি হয়েছে। বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া এবং অশান্তির ঘটনা সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে। এরপরই তাঁদের পর্যবেক্ষণ, তদন্তে কেন্দ্রীয় সংস্থার প্রয়োজন। শুধু তাই নয়, ছাদে পাথর জড়ো করা নিয়েও প্রশ্ন তুলেছিলেন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।সেই নির্দেশই কার্যকর হল।