বাবলু প্রামানিক ,দক্ষিণ ২৪ পরগনা :- মহেশলায় শক্তি প্রদর্শনে বেরিয়ে বিড়ম্বনার মুখে শোভন-বৈশাখী | শ্বশুরের গড়ে মিছিল শুরু হতেই কালো পতাকা, ঝাঁটা, জুতো দেখতে হল শোভনকে | সঙ্গে ছিলেন বৈশাখীও| ধিক্কার প্ল্যাকার্ড, ছিছিক্কার স্লোগান সারা রাস্তা ধরেই | শনিবার বিকেলে মহেশতলায় শোভন-বৈশাখীর রোড শো-কে ভঙ্গ করতে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নেয় তৃণমূল বলে অভিযোগ| এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে জিপে চেপে মহেশতলার জিঞ্জিরাবাজার থেকে মোল্লার গেট মোড় পর্যন্ত গেরুয়া শিবিরের রোড শো-তে বেরিয়েছি শোভন চট্টোপাধ্যায়| কিন্তু, রোড শোয়ের শুরুতেই ছন্দপতন| কালো পতাকা, ধিক্কার ব্যানারে কোথাও তৃণমূলের নাম নয়, লেখা ছিল মহেশতলাবাসী হিসেবে তোমাদের ধিক্কার |
এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানালেন, এভাবে বিজেপিকে কালো পতাকা দেখিয়ে আটকানো যাবে না | তিনি এটাও বলেন, তৃণমূলের এখন শোকের সময় তাই কালো পতাকা দেখাচ্ছে | তবে পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন তিনি|ভাষণ দিতে উঠলে আক্ষেপ ধরা পড়ে শোভন চট্টোপাধ্যায়ের গলায় | তিনি বলেন, “কোনও কোম্পানি উঠে যাওয়ার সময়ে ‘লালবাতি জ্বলে গিয়েছে’ বলা হয় | তখন নতুন নামে কোম্পানি খুলতে হয়| তৃণমূলের লালবাতি জ্বলে গিয়েছে| যাদের সামনে রেখে তৃণমূল গড়েছিলাম, এখন তাদের হাতেই কালো পতাকা |”