প্রসেনজিৎ ধর :-ভোটের আগেই শনিবার মহেশতলায় শোভন বৈশাখীর রোড শোয়ে ফের বাংলার শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপি। এদিন শোভন বৈশাখীর সামনের সারিতে ছিল মোটরসাইকেল মিছিল। এমনকি এদিন মহেশতলায় রোড শোএ এসে নিজের স্ত্রী এবং শ্বশুরকে মীরজাফর বলে আক্রমণ করেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়৷ এইদিন তিনি বলেন, “মহেশতলায় আগে এসেছি এটা আমার প্রাণের জায়গা। আমি নিজে এই জায়গা সংগঠিত করেছি। যেভাবে আজ এলাকার সবাই আমার পাশে এসেছে তাতে আমি আপ্লুত।”
এমনকি এদিন ক্ষোভ উগরে তিনি আরো বলেন, “দুলাল দাসকে মানুষ চিনেছে কোথা থেকে৷ উনি এবং ওনার মেয়ে হলেন সবচেয়ে বড় মীরজাফর৷ আমার পিঠটা যদি দেখেন দগদগে ঘা৷ সমস্ত গোডাউন দখল করে রেখেছেন৷ এক পয়সা আমাকে দেন না৷ অত ক্ষমতা থাকলে মেয়েকে নিয়ে এসে নিজের বাড়িতে এনে রাখুন না৷ আমি ডিভোর্স দিয়েছি, এত অভিযোগ থাকলে কোর্টে গিয়ে বাধা দিচ্ছেন কেন? কোন ধান্দা রয়েছে? ধান্দা করা বন্ধ করে দেব। বৈশাখী বন্দ্যোপাধ্যায় এতো কিছুর পরেও আমার পাশে থেকেছেন আমি কৃতজ্ঞ।”
Hindustan TV Bangla Bengali News Portal