প্রসেনজিৎ ধর, কলকাতা :-এবার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের দু’টি বাসস্থানে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার ওরফে ‘ভজা’র বাড়িতেও তল্লাশি চালাতে শুরু করেছে সিবিআই। দু’জনের বাড়িতেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তেই এই অভিযান বলে সিবিআই সূত্রে খবর। একই সঙ্গে বেহালার ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও সিবিআই আধিকারিকেরা অভিযান চালাচ্ছেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। সিবিআই সূত্রে খবর, ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। তল্লাশি চলছে নিউটাউনের একটি ফ্ল্যাটেও।বৃহস্পতিবার সকালে বেহালায় ‘কালীঘাটের কাকু’র ফ্ল্যাটে হানা দেয় সিবিআই। গোটা বাড়িতে কেন্দ্রীয় বাহিনীতে ঘিরে ফেলা হয়। সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রীর সামনেই চলছে জোর তল্লাশি। সিবিআই সূত্রে খবর, প্রাথমিকে চাকরি বিক্রির জন্য হুগলির বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে টাকা পৌঁছত ‘কালীঘাটের কাকু’র কাছে। সেই সংক্রান্ত তথ্যের খোঁজে তল্লাশি বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে একাধিকবার ‘কালীঘাটের কাকু’কে জেরা করেছেন তদন্তকারীরা।অন্য দিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ (চট্টোপাধ্যায়)-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর পার্থ (সরকার) ওরফে ‘ভজা’র নামও বারবার উঠে এসেছে তদন্ত চলাকালীন। লোকনাথ আবাসনে তাঁর একটি ফ্ল্যাটেও বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে সিবিআই।
বেহালার ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও সিবিআই আধিকারিকেরা অভিযান চালাচ্ছেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।বেহালার পাশাপাশি নিউ বারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুকান্ত আচার্যের বাড়ি ‘বৈকুণ্ঠে’ সিবিআই হানা। এর আগেও ইডি সুকান্তের বাড়িতে অভিযান চালায়। এছাড়াও বহুবার ইডি’র তলব পেয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এবং সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে হাজির হয়েছেন তিনি। তবে সিবিআই হানা দিল এই প্রথমবার। বারাকপুরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাস এবং পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলছে সিবিআই তল্লাশি।