Breaking News

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, অভিষেকের রাস্তা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের!

দেবরীনা মণ্ডল সাহা :- নবজোয়ার কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার মালদা জেলায় রয়েছেন অভিষেক। সেখানে একটি জনসভায় যাওয়ার পথে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। মানিকচক থেকে মোথাবাড়ি দিকে যাচ্ছিলেন অভিষেক। সেই সময় গ্রামবাসীরা অভিষেকের কনভয় আটকে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হন। এরপরেই গাড়ি থেকে নেমে অভিষেক গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগ শোনার পর মালদা জেলা নেতৃত্বকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

বিনোদপুর অঞ্চলের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ করেন তাঁরা। ব্লক তৃণমূল সভাপতি প্রতিভা সিংহকেও সরানোর দাবি জানাতে থাকেন গ্রামবাসীরা।বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বিনোদপুর অঞ্চলের সাতটারি এলাকায়। এই এলাকা দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় মোথাবাড়ির দিকে যাচ্ছিল। তখনই তাঁর কনভয় ঘিরে ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষ। তাঁদের অভিযোগ, স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কোটি কোটি টাকা তছরুপ করছে। গ্রামে কোনও উন্নয়নের কাজ হচ্ছে না। বিক্ষোভ সামাল দিতে গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তাঁকে সামনে পেয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হন গ্রামের মানুষ।ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশাল পুলিসস বাহিনী ঘটনাস্থলে আসে। অভিষেক গাড়িতে উঠে যাওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *