দেবরীনা মণ্ডল সাহা :- এবার জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইনেই আবেদন করতে পারবে শহরবাসী | জন্ম শংসাপত্রের জন্য আর লম্বা লাইন দিতে হবে না | এখন থেকে ঘরে বসেই তা পাওয়া যাবে। কারণ, জন্ম শংসাপত্রের জন্য এবার অনলাইন পরিষেবা শুরু করল কলকাতা পুরসভা | এখন থেকে কলকাতা পুরসভার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট অপশনে ক্লিক করলেই জন্ম শংসাপত্রের জন্য আবেদন করতে পারবেন শহরবাসী | এমনকি কবে সেই শংসাপত্র হাতে পাওয়া যাবে সেই তারিখও জানা যাবে অনলাইনে | জন্ম শংসাপত্রের জন্য আবেদন করতে গেলে প্রথমে www.kmcgov.in পুরসভার নিজস্ব এই ওয়েবসাইটে যেতে হবে | তারপর ধাপে ধাপে নির্দিষ্ট অপশনে ক্লিক করলেই শংসাপত্রের আবেদন গৃহীত হবে | প্রয়োজনীয় নথির প্রতিলিপি ও ফি সবই অনলাইনে জমা দিতে পারবেন | এরপর সংশ্লিষ্ট দিনে পুরসভার সদর দফতরে গিয়ে সেই শংসাপত্র নেওয়া যাবে | তার জন্য সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে জমা দেওয়া প্রতিলিপির সমস্ত আসল নথি|সেগুলো পরীক্ষা করে তবেই হাতে দেওয়া হবে জন্ম শংসাপত্র | জানা গেছে, অতিমারি করোনার আগে দিনে ৬০০ থেকে ৭০০ বার্থ ও ডেথ সার্টিফিকেট সংগ্রহ হত পুরসভা থেকে| করোনা আবহে তা নামিয়ে আনা হয় একশোতে | তবে টেকনোলজির যুগে শুধু অফলাইন নয় অনলাইনেও এই পরিষেবা শুরু করল কলকাতা পুরসভা | এতে বরো অফিসগুলিতে যেমন ভিড় কমবে তেমনি পরিষেবাও দ্রুত দেওয়া যাবে আশাবাদী পুর কর্তৃপক্ষ |