প্রসেনজিৎ ধর :- নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে | আর যত দিন যাচ্ছে তত তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসছে| মালদহের পর এইবার উত্তরপাড়া | রবিবার উত্তরপাড়া বিধানসভার বুথভিত্তিক কর্মী সম্মেলনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল | শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জীর সাথে কোন্নগর কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের বাগবিতন্ডা দেখা দিল মঞ্চে | যার ফলে কর্মী সম্মেলন চলাকালীন বিশৃঙ্খলা দেখা দিল |
অনুষ্ঠান ছেড়ে সাংসদ কল্যাণ ব্যানার্জী চলে যান বলেও অভিযোগ | এ বিষয়ে কোন্নগর কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদবের অভিযোগ ,সাংসদ কল্যাণ ব্যানার্জী সবসময় মাথা গরম থাকে কোথায় কি বলেন জানেন না | উনি কিছু কর্মীকে অপমানিত করতে চাইছিলেন, তাঁর মধ্যে তাঁকেও অপমানিত করতে চাইলেন বলে আচ্ছালাল যাদবের অভিযোগ| দলের সাংসদ বিজেপি নেতার হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি | এ বিষয়ে আচ্ছালাল যাদবের ভাই তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, বড় সংসার থাকলে এইরকম ছোট ছোট ঘটনা হয়|