Breaking News

আদালত চত্বরে পার্থের মুখে রবীন্দ্র কবিতা!অভিষেকের ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়েও ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে নিজেকে সোনা বলে দাবি বর্তমানে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শোনালেন কবিতার দুলাইনও। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেন তিনি। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিতে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুরফুরে মেজাজে ধরা দেন পার্থ। এদিন পার্থর গলায় শোনা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত বিম্ববতী কবিতার দু’লাইন। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে ঢোকার মুখে হাসিমুখে পার্থ এদিন বলেন, ‘আমি শুধু কবিতার একটা লাইন বলতে চাই। মসী লেপি দিল তবু ঢাকিল না ছবি, অগ্নি দিল তবুও তো গলিল না সোনা।’ পার্থর মুখে এই কবিতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারও কারও দাবি কবিগুরুর এই কবিতার লাইনের সঙ্গে পার্থর গ্রেফতারি ও তার পরবর্তী ঘটনাপ্রবাহের মিল রয়েছে।

মঙ্গলবার ২৫ বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। ঠিক তার আগের দিনই পার্থ-কণ্ঠে এই কবিতার লাইন অনেকটাই তাৎপর্যপূর্ণ।২০২২ সালের ২২ জুলাই ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে এখনও তিনি জেলবন্দি অবস্থায় রয়েছেন। এদিন আদালতে পার্থকে পেশ করা হয়। রবীন্দ্র জয়ন্তীর আগের দিন আদালতে ঢোকার মুখে বিশ্বকবির কবিতাপাঠ করতে শোনা যায় বেহালা পশ্চিমের বিধায়ককে। আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকরা এদিন পার্থকে প্রশ্ন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নব জোয়ার’ কর্মসূচি কি সফল? জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘১০০ শতাংশ সফল অভিষেকের কর্মসূচি। নবজোয়ারে জনজোয়ার এসেছে।’ তবে নবজোয়ারে ভোটাভুটির সময় গণ্ডগোল নিয়ে প্রশ্ন করা হলে, নিরুত্তর ছিলেন পার্থ।পঞ্চায়েত ভোটের আগে এই কর্মসূচি নিয়েছে তৃণমূল। যার মূলে রয়েছেন অভিষেক। এর আগে এই কর্মসূচি নিয়ে আদালত চত্বরে দাঁড়িয়ে অভিষেককে শুভেচ্ছা জানিয়ে পার্থ বলেছিলেন, আমি চাই অভিষেক সফল হোক। কিন্তু তারপরও নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁর গ্রেফতারির পর তাঁকে দল থেকে সাসপেন্ডও করা হয়েছিল। তারপরও ফের অভিষেকের প্রশংসা করলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *