দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের চাকরির দাবিতে উত্তপ্ত অফিসপাড়া | এসএসসি ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি সল্টলেকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে চাকরি প্রার্থীদের। তারপরেই টেনে-হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। ইতিমধ্যেই অনেকজনকেই আটক করেছে পুলিশ।ফের চাকরির দাবিতে ধুন্ধুমার সল্টলেকে । ২০১৪ সালের উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা নিয়োগে দাবিতে সোমবার এসএসসি ভবন অভিযানের পরিকল্পনা নিয়েছিল। পুলিশ করুণাময়ীতে সেই মিছিল আটকাতেই ধুন্ধুমার বেঁধে যায়। অভিযোগে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আহত হয়েছেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন কয়েকজন। বাকিদের আটক করে বাসে তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ।
২০১৪ সালের পরীক্ষার পর ৯ বছর কেটে গিয়েছে। তবু নিয়োগ হয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে প্যানেল । নতুন করে মেধাতালিকা আদালতে জমা পড়লেও নিয়োগপ্রক্রিয়া এগোয়নি বলে দাবি আন্দোলনকারীদের। তাঁদের অভিযোগ, হাই কোর্টের দোহাই দিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছে স্কুল সার্ভিস কমিশন। অথচ নিয়োগে সবুজ সংকেত দিয়েছে আদালত। এদিন ফের পথে নামেন আন্দোলনকারীরা।এদিন এই মিছিলের প্রসঙ্গে বিক্ষোভকারী বলেন, “৯ বছর ধরে আমরা বঞ্চিত। লাগাতার ভুল ভ্রান্তির কারণে আজ আমাদের এই অবস্থা। এই কমিশন একটা নিয়োগ করতে পারে না? আর এই পুলিশ প্রশাসন আমাদের মিছিল করতে দিল না। এটা কি আমাদের সরকার? ওরা অন্যায় করছে।”