দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিয়েছেন টি এস শিবজ্ঞানম।তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস।এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানে ফের মুখোমুখি হলেও শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনও বাক্য বিনিময় করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানেও বিরোধী নেতার আসন নিয়ে একপ্রস্ত নাটক হয়েছে। প্রথমে মেয়র ফিরহাদ হাকিমের পাশে বসতে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে।স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রিমা ভট্টাচার্যরাও ছিলেন একই সারিতে। কিন্তু শুভেন্দু পরে নিজের আসন বদলে নেন।কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বৃহস্পতিবার শপথ নিলেন টি এস শিবজ্ঞানম। কলকাতা হাইকোর্টের ১ নম্বর কোর্টরুমে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এটিই প্রধান বিচারপতির এজলাস। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানে যোগ দিতে এদিন সকাল পৌনে ১১টা নাগাদই অনুষ্ঠানস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অবশ্য তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন৷ সূত্রের খবর, ১ নম্বর এজলাসে ঢোকার মুখেই প্রায় বসেছিলেন শুভেন্দু৷ মুখ্যমন্ত্রীকে দেখে তিনি উঠে দাঁড়ান। কিন্তু দুজনের মধ্যে কোনও কথা হয়নি। হাইকোর্টে প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সাম্প্রতিক অতীতে শুভেন্দু অধিকারীকে একাধিকবার সরকারি অনুষ্ঠান এড়াতে দেখে গেলেও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এই অনুষ্ঠানেও বিরোধী নেতার আসন নিয়ে একপ্রস্ত নাটকও হয়েছে।
প্রথমে মেয়র ফিরহাদ হাকিমের পাশে বসতে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক এবং চন্দ্রিমা ভট্টাচার্যরাও ছিলেন একই সারিতে। এই সময় ফিরহাদের সঙ্গে দু’এক বার কথা বলতেও দেখা যায় শুভেন্দুকে। কিছুটা সময় বিরোধী দলনেতা নিজের ফোনে চোখ রাখেন। কিন্তু তার পরেই নিজের আসন বদলে নেন শুভেন্দু। ফিরহাদের পাশ থেকে তিনি চলে যান একেবারে বাঁ দিকে। এরপরই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন শুভেন্দু। বিরোধী দলনেতা আসন বদলানোর পর তাঁর সঙ্গে মুখোমুখি দেখা হয়ে যায় মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীকে দেখে বিরোধী দলনেতা উঠে দাঁড়ালেও দু’জনের মধ্যে কোনওরকম কথাবার্তা হয়নি। এমনকী শপথ অনুষ্ঠান শেষেও কোনও সৌজন্য বিনিময় করেননি মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা।