Breaking News

‘কেন নিষিদ্ধ করা হল দ্য কেরালা স্টোরি?’রাজ্যের জবাব চাইল সুপ্রিম কোর্ট!

নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- এবার ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য সরকার|‘দেশের অন্য অংশে মুক্তি পেয়েছে। ‘পশ্চিমবঙ্গ কি দেশের বাইরে?’, বাংলায় এই সিনেমাটির প্রদর্শন বন্ধ ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার পিছনে রাজ্যের যুক্তিগুলি কী কী?বিশদে এব্যাপারে জানতে চেয়ের রাজ্যের কাছে জবাব তলব করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।’

এর পাশাপাশি তামিলনাড়ু সরকারের বক্তব্যও জানতে চেয়েছে আদালত। সারা দেশে সিনেমাটি চললেও বাংলার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন, তা নিয়ে প্রশ্ন তোলে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসীমার বেঞ্চ।’দি কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিনেমাটির নির্মাতারা। সেই মামলাতেই পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি তামিলনাড়ু সরকারের বক্তব্যও জানতে চেয়েছে আদালত।সিনেমাটির প্রয়োজক সংস্থার হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। তিনি আদালতে জানান, আইনশৃঙ্খলার দোহাই দিয়ে সিনেমাটির সম্প্রচার নিষিদ্ধ করার কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি জানান, তার আগেই সিনেমাটি ৩ দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে চললেও, কোনও সমস্যা হয়নি। তামিলনাড়ুতেও সিনেমাটির প্রদর্শন রুখতে হল মালিকদের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।তামিলনাড়ুতেও ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কেন এমনটা করা হল, তা নিয়ে হলফনামা দিতে বলা হয়েছে তামিল সরকারকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *