দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের রাজ্যের সেরা জেলা হাসপাতালের তকমা পেল এম আর বাঙুর হাসপাতাল। এই নিয়ে পরপর তিন বার সেরা হাসপাতালের শিরোপা পেল কলকাতার এই হাসপাতাল। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ‘ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার’ হাসপাতালগুলির বিভিন্ন পরিষেবা সম্পর্কে পর্যবেক্ষণ করে। যেই প্রকল্পের নাম ‘সুশ্রী কায়াকল্প’। এই প্রকল্পে প্রসূতি ও শিশুমৃত্যু হ্রাস, হাসপাতালের আউটডোর, ইন্ডোর, অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা এবং সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সেই নিয়েই স্বাস্থ্য দফতর প্রাথমিক থেকে জেলা, সমস্ত হাসপাতালের মূল্যায়ন করে। সেই মূল্যায়নেই এম আর বাঙুর হাসপাতাল তৃতীয়বার প্রথম স্থান পেল।
শুক্রবার ২০২২-২৩ সালের ‘সুশ্রী কায়াকল্প’ ফল প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। ১৩টি জেলা হাসপাতাল, ৩০টি মহকুমা, ১৬টি স্টেট জেনারেল হাসপাতাল, ২৭৪টি গ্রামীণ ও ব্লক প্রাথমিক হেলথ সেন্টার এবং ৫৭৬টি প্রাথমিক হেলথ সেন্টারকে স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইন মেনে খুঁটিয়ে পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞ দল জেলা থেকে প্রাথমিক পর্যন্ত সব হাসপাতাল পর্যবেক্ষণ করে। তার ভিত্তিতেই এম আর বাঙুর জেলা হাসপাতালের মধ্যে পরপর তিনবছর প্রথম হল। ২০২১ সালে তারা প্রথমবার প্রথম হয়েছিল। গতবছর শিলিগুড়ি হাসপাতালের সঙ্গে যৌথভাবে প্রথম হয় বাঙুর।প্রথম হলে তিন বছরের জন্য ৫ লাখ টাকা পুরস্কার পাওয়া যায়। কিন্তু এবার প্রথম হলেও পুরস্কারের অর্থ পাবে না বাঙুর। হাসপাতালের সুপার ডা. শিশির নস্করের কথায়, ‘‘নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন হলেই হবে না। গতবছরের থেকে অন্তত ৫ শতাংশ বেশি নম্বর পেতে হয়। বাঙুর এবার ৯৭ শতাংশ নম্বর পেয়েছে। অন্যদিকে দ্বিতীয় হয়েও বালুরঘাট প্রথম পুরস্কার পেল।’’ শিশিরবাবুর কথায়, “হাসপাতালের সাফাই কর্মী থেকে চিকিৎসক সবার ঐকান্তিক উদ্যোগের জন্যই টানা তিনবার সেরার তকমা পেল বাঙুর |