প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতায় এসে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। শনিবার নির্ধারিত সময়ে বিকেল ৪টের সময় কালীঘাটের বাড়ির সামনে পৌঁছয় সলমনের কনভয়। তাঁকে স্বাগত জানানোর জন্য বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সলমন বাড়ির সামনে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁকে সাদা উত্তরীয় পরিয়ে ঘরে ডেকে নেন মুখ্যমন্ত্রী। তাঁর পরনে ছিল আকাশি শার্ট, ফেডেড জিন্স, চোখে সানগ্লাস। ‘ভাইজান’-এর অপেক্ষায় কিছুক্ষণ আগে থেকেই বাড়ির উঠোনে ঘরোয়া পোশাকে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বাড়ির সামনে দলের নেতৃত্ব ছাড়াও বহু সলমন অনুরাগীকেও দেখা গেল।
তাঁরা সকলে প্রিয় তারকাকে দেখতে জমায়েত করেছিলেন। দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় এসে ভক্তদের মন জয় করলেন ভাইজান। এসেছেন দাবাং ট্যুরে । আলিপুরের এক বিলাসবহুল হোটেলে শুক্রবার নিশিযাপন করেছেন ৫৭ বছর বয়সী ‘বজরঙ্গি ভাইজান’। এদিন সলমনের কনভয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে পৌঁছনোমাত্রই তাঁকে স্বাগত জানাতে ঘরের দরজা থেকে পায়ে হেঁটে এগিয়ে আসেন দিদি। অপেক্ষায় থাকা সকলের উদ্দেশে হাত নেড়ে পাল্টা ভালবাসা জানালেন ভাইজান।আজ, সন্ধ্যেয় ইস্টবেঙ্গল ক্লাবে রয়েছে সলমনের শো। তারই আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছেন সলমন। সেখানে উপস্থিত ছিলেন মমতার পরিবারের সদস্যরা । কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকা।