নিজেস্ব সংবাদদাতা :- হলদিয়া পেট্রোকেমের অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | রবিবার বিপিসিএলের এলপিজি টার্মিনাল, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইনের উদ্বোধন করেন মোদি | ‘বাংলাকে আবার সেরা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়তে চাই’, হলদিয়া পেট্রোকেমে বললেন মোদী | এদিন মোদী আরও বলেন,‘নতুন প্রকল্প চালু হলে সেই সমস্যা মিটবে, কর্মসংস্থান বাড়বে | বাংলাকে আবার সেরা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়তে চাই |’
শুধু তাই নয় এদিন তিনি আরও বলেন ‘প্রাকৃতিক গ্যাস লাইনে দূষণের মাত্রা কমবে, মানুষ উপকৃত হবেন’|মোদী আরও বলেন,‘নতুন প্রকল্পে হলদিয়ায় ছবিটাই বদলে যাবে। এক দেশ, এক গ্যাস গ্রিড-এর প্রয়োজন রয়েছে। বাংলা সহ পূর্বভারতের আর্থ সামাজিক ছবি বদলে যাবে| আমদানি-রফতানি ক্ষেত্রে গুরুত্ব বাড়বে হলদিয়ার|’ হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী | এর আগে, হলদিয়া প্যারেড গ্রাউন্ডে একটি রাজনৈতিক সভাও করেন তিনি|