Breaking News

‘ফাউল’ করেছে তৃণমূল, ‘রাম কার্ড’ দেখাবে জনতা, হলদিয়ায় বললেন মোদী

নিজস্ব সংবাদদাতা :- ভোটের আবহে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | হলদিয়ায় একাধিক সরকারি প্রকল্প উদ্বোধনও করেন মোদী| আর হলদিয়ার জনসভায় সরাসরি নিশানা করলেন মমতাকে, মোদী হুঙ্কার দিয়ে বলেন, “এবার হবেই বাংলায় পরিবর্তন| তৃণমূলের লুকিয়ে থাকা বন্ধুদের থেকে সাবধান | এবার তৃণমূল, বাম, কংগ্রেস একসঙ্গে ম্যাচ ফিক্সিং করছে | কেরলে কংগ্রেস-বামের মধ্যে সমঝোতা হয়েছে| পর্দার পিছনে যে খেলা চলছে, সেখান থেকে সতর্ক থাকতে হবে|

“শুধু তাই নয় এদিন তিনি আরও বলেন,পিসি-ভাইপোকে উৎখাত করতে বাংলার মানুষ মনস্থির করেছে| টিএমসির তোলাবাজ, সিন্ডিকেট আর কিছুদিন থাকবে | মোদীর আরও অভিযোগ মমতাদির সরকার গরিব মানুষের জন্য একেবারে ভাবে না | তার অন্যতম উদাহরণ- আয়ুষ্মান যোজনা থেকে বাংলার মানুষকে বঞ্চিত রাখা | ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারতেন সকলে | কিন্তু এখানকার সরকার বাংলায় কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হতে দিচ্ছে না | দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অথচ দিদি চুুপ রয়েছে | বাংলায় বিজেপির সরকার গঠন হলে কেন্দ্রের সমস্ত প্রকল্প অতি দ্রুত বাংলায় কার্যকর হবে বলে দাবি তাঁর|মোদীর আরওঅভিযোগ,তৃণমূল পরপর অনেক ফাউল করেছে | বিরোধীদের আক্রমণ, টাকা লুঠ, বাংলায় মানুষ সব দেখছে। খুব দ্রুত বাংলা তৃণমূলকে রামকার্ড দেখাবে | এবার আসল পরিবর্তন হবে বলে আশ্বস্ত করেন মোদী | তাঁর কথায়,বিজেপি সরকার আসলেই দুর্নীতি ও তোলাবাজিমুক্ত আসল পরিবর্তন হবে | এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়রা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *