দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-হাজিরা দেওয়ার কথা ছিল সকাল ১১টায়। তার দুই মিনিট আগেই নিজাম প্যালেসে ঢুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের লেখা চিঠি প্রসঙ্গে প্রশ্ন করতেই অভিষেককে তলব করা হয়েছে। এই আবহে আজ কালো গাড়িতে করে নিজাম প্যালেসের দিকে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই দপ্তরের ভিতর ঢোকেন তিনি।অভিষেকের হাজিরার জন্য কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় নিজাম প্যালেসকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকে ছয়লাপ সিবিআই দপ্তর। শনিবার সকালে ডিসি সাউথের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি দল নিজাম প্যালেসের নিরাপত্তা খতিয়ে দেখে। সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য একটি টিম গঠন করা হয়েছে। তাঁরাই জিজ্ঞাসাবাদ করছেন অভিষেককে |রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ দাবি করেন যে, অভিষেকের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে ইডি, সিবিআই। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান হেস্টিংস থানাতেও। তার পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান, প্রয়োজনে সিবিআই বা ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে।শুক্রবার বিকেলে সিবিআই তলবের নোটিস পান অভিষেক। সেই সময় তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচিতে বাঁকুড়ায় ছিলেন সাংসদ। সিবিআই দফতরে হাজিরা দিতে কলকাতায় ফেরার জন্য কর্মসূচি কাটছাঁট করেন অভিষেক।
শুক্রবার রাতে কলকাতায় ফেরেন তিনি। কলকাতায় ফেরার আগে শুক্রবার ‘নবজোয়ার’ কর্মসূচিতে বাঁকুড়ার সোনামুখীতে সভা করেন অভিষেক। ওই সভা থেকে তিনি বলেন, ‘‘যাঁরা আমাদের বিরুদ্ধে রায় দিয়েছেন, সম্মান করি। যদি আমার বিরুদ্ধে কোনও প্রমাণ মেলে, আমি সেই বিচারপতিকেই বলব ফাঁসির আদেশ দিতে।’’ তিনি আরও বলেন, ‘‘ওদের কাছে আমি মাথা নিচু করিনি। আমি মাথা নিচু করব মানুষের কাছে, বাবা-মায়ের কাছে, দলনেত্রীর কাছে। কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে মাথা নত করব না। এসএসসিতে যদি আমার বিরুদ্ধে কিছু পাওয়া যায় আমি ফাঁসির মঞ্চে জীবন দেব।’’জানা গিয়েছে, আজ অভিষেককে জেরা করতে ১০ জন আধিকারিকের দল প্রশ্নমালা তৈরি করেছেন। অভিষেকের থেকে আজ মূলত জানতে চাওয়া হবে, কুন্তল ঘোষ কেন তাঁর চিঠিতে অভিষেকের নাম লিখেছিলেন? তাছাড়া কুন্তলের সঙ্গে অভিষেকের সম্পর্ক প্রসঙ্গেও প্রশ্ন করা হবে তৃণমূল সাংসদকে। এদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃতদের ওপর যে তাঁর নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আগেভাগেই তিনি কীভাবে জেনেছিলেন। এই পরিস্থিতিতে অভিষেকের বয়ান রেকর্ড করা হবে আজ। এদিকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে সিবিআই-কে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চিঠিতে তিনি উল্লেখ করেন, তাঁকে তলবের পর ২৪ ঘণ্টাও সময় দেওয়া হয়নি হাজিরার জন্য। তা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে চিঠিতে তিনি জানান, কলকাতা হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিল করেছেন।