Breaking News

‘অভিষেককে ভয় পায় বিজেপি, তাই নবজোয়ার বন্ধ করার চেষ্টা করছে’!অভিষেককে সিবিআই তলবের পর হুঙ্কার মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সিবিআইয়ের তলব পেয়ে নবজোয়ার যাত্রা ছেড়ে রাতেই কলকাতা ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার পত্রসায়রে শুক্রবার অর্থাৎ আজ সভা ছিল তাঁর। তবে বন্ধ হয়নি নবজোয়ার যাত্রার কর্মসূচি। সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, অভিষেককে আটকে রেখে নবজোয়ার কর্মসূচি বন্ধ করতে চাইছে বিজেপি। কিন্তু তা সম্ভব হবে না। এই কর্মসূচি চালু রাখতে প্রয়োজনে তিনি নিজে যাবেন জেলায় জেলায়।হাইকোর্টে স্বস্তি মেলেনি। কুন্তল ঘোষ চিঠি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। আগামীকাল, শনিবার সকাল ১১টা। নবজোয়ার কর্মসূচির মাঝ-পথে কলকাতায় ফিরছেন অভিষেক।এদিন ভার্চুয়ালি তৃণমূল নবজোয়ার কর্মসূচিতে যোগ দেন মমতা। বাঁকুড়ার সোনামুখীতে এক জনসভায় তিনি বলেন, ‘অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। অভিষেককে ভয় পায় বিজেপি। বিজেপির ঘুম উড়ে গিয়েছে। নবজোয়ার আটকাতে মাঠে নেমে পড়েছে।

বিজেপিকে যতদিন না দেশ থেকে বের করছি, ততদিন পর্যন্ত আমাদের লড়াই থামবে না’। সঙ্গে বার্তা, ‘আমি ভয় পাই না, দরকারে আমি নবজোয়ারে যাব। নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করব’।এর আগে, বাঁকুড়ার সোনামুখীতেই জনসভা সেরে কলকাতার উদ্দশ্যে রওনা দেন অভিষেক। তিনি বলেন, ‘আমি রাজনীতি করি। আমার দায়বদ্ধতা মানুষের কাছে। মাথানত করলে ইশ্বরের কাছে করব, ভগবানের কাছে করব, আর আগামীদিনে আপনাদের কাছে করব, আর কারও কাছে করব না। আজকে কলকাতা ফিরছি। আগামিকাল সিবিআইয়ের মুখোমুখি হব’। মমতা বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে ২৫ দিন ধরে রাস্তায় অভিষেক। অভিষেকের কর্মসূচিতে ভয় পেয়েছে বিজেপি। অভিষেকের কর্মসূচিকে আটকাতে সিবিআই নোটিস। অভিষেককে আটকে নবজোয়ার বন্ধ করা যাবে না। ইডি, সিবিআই দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। অভিষেককে আটকে দিলে। নবজোয়ারে আমি যাব। জেলায় জেলায় সভা করব। বিজেপিকে দেশছাড়া করেই থামব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *