Breaking News

সাড়ে ৯ ঘণ্টা জেরার নির্যাস হল অশ্বডিম্ব, নিজাম প্যালেস থেকে বেরিয়ে বললেন অভিষেক!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সাড়ে ন’ ঘণ্টা সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়ে শনিবার রাত ৮টা ৪০ মিনিটে নিজাম প্যালেস থেকে বেরোলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে দায়ের মামলায় তাঁকে তলব করেছিল সিবিআই। এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়েই বিজেপিকে আক্রমণ শানান অভিষেক। বলেন, বিজেপির নির্দেশে কাজ করছে সিবিআই।এদিন অভিষেক বলেন, ‘সাড়ে ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য। যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। নির্যাস হচ্ছে একটা আস্ত অশ্বডিম্ব। প্রথম দিন থেকে এদের টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং কী করে আমাকে ইডি – সিবিআই দিয়ে ধমকে চমকে রাখা যায়’।

অভিষেকের দাবি, ‘তৃণমূলের নব জোয়ারে যে ভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে আসছে এই ছবিগুলো ভারতীয় জনতা পার্টির হজম হচ্ছে না। সেই কর্মসূচিকে কী করে বাধা দেওয়া যায় সেজন্য আজকে আমাকে ডেকে পাঠিয়েছে’।তিনি বলেন, ‘আমাকে যে প্রশ্ন তাঁরা করেছে আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি। কিন্তু আমাকে মাত্র কয়েক ঘণ্টার নোটিশে ডেকে পাঠানো হল কেন? কেন কয়েকটা দিন সময় দেওয়া হল না?’শনিবার রাতে সিবিআই দফতর থেকে বেরিয়ে অভিষেক বলেন, “পরশু দিন থেকে দশ গুণ বেশি উৎসাহ নিয়ে জনসংযোগ যাত্রা করব।” দীর্ঘ দু’মাসের কর্মসূচির ধকল না নেওয়ার জন্য যে অনেকেই পরামর্শ দিয়েছিলেন, সে কথা জানিয়ে অভিষেক বলেন, “মা, বাবা, দলনেত্রী বারণ করেছেন, জ্বর, গলাব্যথা হয়েছে, হাত কেটে গিয়েছে, তবু ফিরিনি। সিবিআইয়ের জন্য ফিরতে হল।”কেন্দ্রের বিজেপি সরকার সিবিআই-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে পরিচালনা করছে— আরও এক বার সেই অভিযোগ তুলে অভিষেক দাবি করেন, ‘নবজোয়ার যাত্রা’য় তৃণমূলের প্রতি মানুষের সমর্থন দেখে বিজেপি নানা ভাবে কর্মসূচিকে ব্যাহত করতে চাইছে। তবে এ সবের পরেও যে, তিনি যে দমবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাঁর কথায়, “নবজোয়ার যাত্রা সার্থক। এ বার বিজেপির রাতের ঘুম উড়ে যাবে।”
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *