Breaking News

ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য!পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ নয়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে এখনই ও হস্তক্ষেপ আদালত করবে না। এই মামলার পরবর্তী শুনানির দিন ইডিকে মামলার কেস ডায়রি আনতে বলা হয়েছে।বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্ন, “দুর্নীতির অনুমানের ভিত্তিতে সিঙ্গল বেঞ্চকে আর কী তথ্য দিয়েছিলেন? দুই দপ্তরের দুর্নীতি পারস্পরিক যুক্ত সেই লিংকটা দেওয়া দরকার। কীসের ভিত্তিতে সিঙ্গল বেঞ্চের অর্ডার? তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে? আমরা তথ্য প্রমাণ দেখতে চাই।

স্বতঃপ্রণোদিত হয়ে যখন কোনও অভিযোগ করছেন তখন উপযুক্ত প্রমাণ আনতে হবে। না হলে ততক্ষণ বিশ্বাস করার কিছু নেই। মামলাকারী প্যান্ডোরার বক্স খুলেছেন। কিন্তু ইডিকে এবার সেটা প্রমাণ করতে দিন।” বিচারপতি অপূর্ব সিনহা রায়ও ইডিকে প্রশ্ন করেন। তিনি বলেন, “সিঙ্গল বেঞ্চের কাছে কী কেস ডায়েরি দিয়েছিলেন?ইন্টারলিংক কীভাবে দেখতে চাই? সিঙ্গল বেঞ্চ কিছু করতে পারে না যদি প্রমাণ না থাকে। সিডি দেখাতে হবে।”রাজ্য তরফে মামলাটির দ্রুত শুাননি চেয়ে প্রধান বিচারপতির দফতরে চিঠি দেওয়া হয়। সোমবার থেকে গ্রীষ্মাবকাশ শুরু হচ্ছে হাইকোর্টে। তার আগে শনি ও রবিবার আদালত বন্ধ ছিল। ফলে রাজ্যের আবেদন জমা পড়ে আদালতে গ্রীষ্মাবকাশ ডিভিশন বেঞ্চে। বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিন‌্হা রায়ের সেই ডিভিশন বেঞ্চে সোমবার সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *