Breaking News

“যেখানেই বাজির কারখানা সেখানেই ভয়ের পরিবেশ”, বজবজের ঘটনায় মুখ খুললেন দিলীপ ঘোষ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বজবজে বাজি কারখানায় আগুন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ | সোমবার সকালে নিউ টাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, “বেশিরভাগ বাজি কারখানা বেআইনি ভাবে চলে। তাদের ক্যাপাসিটি বা নিয়মকানুন কিছুই মানা হয় না। বেশিরভাগ গরিব লোক এখানে কাজ করে, তাদের জীবন হানি হয়। যেখানে বাজির কারখানা সেখানেই এইরকম ভয়ের পরিবেশ থাকে। এগরাতে অনেক মহিলা কাজ করতেন, ৭-৮ জন মহিলা যারা মারা গেছেন, তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে। তারা অনাথ হয়ে গেছে। পুলিশ সব জানে। সব জায়গা থেকে টাকা খাওয়ার এইরকম অভ্যাস হয়ে গেলে এই সমস্যার কোনদিন সমাধান হবে না।

“ এগরার ঘটনায় আগামীকাল বড় প্রতিবাদ সভার ডাক দিয়েছে বিজেপি। সেই সম্পর্কে দিলীপ বলেন, “আগামীকাল বড় প্রতিবাদ সভা রয়েছে। বিরোধী দলনেতা থাকবেন, আমি এখনো ঠিক করতে পারিনি ওখানে যাব কিনা। কাল কিন্তু বড় প্রতিবাদ মিছিল ওখানে হবে। “রাজ্যের অভিযোগ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বকেয়া আছে। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। কেন টাকা দিচ্ছে না বা কেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে জানালেন বিজেপির সহ সভাপতি। বললেন, “প্রত্যেকটা কেন্দ্রীয় প্রকল্পের নাম এখানে পাল্টে দেওয়া হয়। সেজন্য কেন্দ্রীয় সরকার জানিয়েও দিয়েছে, যদি নাম বদল হয় তাহলে টাকা বন্ধ করে দেওয়া হবে। যে প্রকল্পের টাকা সেই প্রকল্পে যাবে। অনেক প্রকল্পের টাকা বন্ধ হয়েছে আরও প্রকল্পের টাকা বন্ধ হবে। এটা সরকার ইচ্ছামত ও করছে না, যোজনা কমিশন আইনগতভাবে টাকা আটকে দিয়েছে।“
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *