দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- প্রকাশিত হল ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষার ৫৭ দিনের মাথায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছরে মোট পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিল ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। এবছরে পাশ করেছে মোট ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। যা শতাংশের বিচারে ৮৯.২৫ শতাংশ। সাফল্যের নিরিখে মেয়েদের থেকে কিছুটা এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৭.৪৬ শতাংশ।
মোট পরীক্ষার্থীর ৯০ শতাংশ বা তার বেশি পাশ করার নিরিখে রয়েছে মোট ১১টি জেলা। যার মধ্যে সেরা পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৫.৭৫ শতাংশ। অন্যদিকে, পাশের হারের নিরিখে দশম স্থানে কলকাতা।এবার প্রথম দশজনের মধ্যে রয়েছে ৮৭ জন। যা গতবারের তুলনায় অনেক কম। এবার উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের প্রাপ্ত নম্বর ৪৯৬।দ্বিতীয় স্থানে দু’জন। বাঁকুড়ার সুষমা খান এবং উত্তর দিনাজপুরের আবু সামা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫ (৯৯%)। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন চারজন। চন্দ্রবিন্দু মাইতি (তমলুক), অনুসূয়া সাহা (বালুরঘাট), পিয়ালী দাস (আলিপুরপদুয়ার), শ্রেয়া মল্লিক (বালুরঘাট)। ৪৯৩ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন শ্রীজিতা বসাক (দক্ষিণ দিনাজপুর), নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (নরেন্দ্রপুর), প্রেরণা পাল (উত্তর ২৪ পরগনা)। পঞ্চম স্থানাধিকারীরা পেয়েছেন ৪৯২ নম্বর। এই স্থানে রয়েছেন কৌস্তভ কুণ্ডু (হুগলি), ঋষিতা সিনহা মহাপাত্র (বোলপুর), দীপ্তার্ঘ্য দাস (পূর্ব মেদিনীপুর), অঙ্কিতা ঘড়াই (পুরুলিয়া)।এদিকে, উর্দু ভাষায় প্রথম হয়েছেন মহম্মদ আসান (৪৮৬), নেপালি ভাষায় প্রথম কালিম্পংয়ের স্নেহা (৪৬৫)। সাঁওতালি ভাষায় প্রথম তিনজন হলেন বিবেক সোরেন (বাঁকুড়া), মৌসুমী টুডু (ঝাড়গ্রাম) এবং সরস্বতী বাসকে (ঝাড়গ্রাম)। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৭২। উচ্চমাধ্যমিকে কৃতী পরীক্ষার্থীদের শুভেচ্ছে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লিখেছেন, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীর প্রত্যেকটি দিন তোমাদের সাফল্যময় হোক।’ আগামী ৩১ মে সংসদের পক্ষ থেকে স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।আগামী বছর এগিয়ে আসছে উচ্চমাধ্যমিক পরীক্ষা| অন্যান্য বছর মার্চ মাসে শুরু হয় দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কিন্তু আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে পরীক্ষা। বদলে যাচ্ছে পরীক্ষার সময়ও। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনই আগামী বছর সূচি জানিয়ে দিল সংসদ।পরীক্ষা শুরু হচ্ছে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্যবার পরীক্ষা শুরু হত বেলা ১০টায়। এবার পরীক্ষা শুরুর সময় বদল হচ্ছে। শুরু হবে বেলা ১২টায়। শেষ হবে ৩টে ১৫ মিনিটে।