দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দিল্লির প্রশাসনিক ক্ষমতা ‘হাতে রাখার’ জন্য কেন্দ্রীয় সরকারের অধ্যাদেশের (অর্ডিন্যান্স) বিরুদ্ধে আপের পাশে থাকবে তৃণমূল। সংসদের আসন্ন বাদল অধিবেশনে অধ্যাদেশটি পাশ করানোর চেষ্টা করবে মোদী সরকার। তাঁর দল এর বিরোধীতা করবে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মুখ্যমন্ত্রী বলেন,”রাজ্যসভায় বিজেপি বিরোধী সব দল একজোট হলে ওদের হারানো যাবে। লোকসভা ভোটের আগেই বিজেপিকে হারানোর সুযোগ এসেছে।’’
সংসদের আসন্ন বাদল অধিবেশনে অধ্যাদেশটি পাশ করানোর চেষ্টা করবে মোদী সরকার। তাঁর দল এর বিরোধীতা করবে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির মন্ত্রী অতিশী এবং আপ সাংসদ রাঘব চড্ডাকে সঙ্গে নিয়ে নবান্নে পৌঁছে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক করেন কেজরীওয়াল। মমতার সমর্থনের ঘোষণার পরে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘‘বিজেপি কোনও রাজ্যে বিরোধীদের সরকারকে কাজ করতে দেয় না। আমরা জানি, কীভাবে রাজ্যপালের পদকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাজে বাধা দেওয়া হয়েছে।’’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি।কলকাতায় আসার আগেই মঙ্গলবার বার্তা দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। জানিয়েছিলেন, দেশের রাজধানীতে ‘ঘুরপথে ক্ষমতা দখলের’ জন্য নরেন্দ্র মোদী সরকার সুপ্রিম কোর্টের রায় এড়িয়ে যে বিতর্কিত অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারি করেছে, তার বিরুদ্ধে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা শুরু করবেন তিনি। কেন্দ্রীয় অধ্যাদেশের বিরুদ্ধে বিরোধী ঐক্য গড়ার জন্য তাঁর সেই প্রয়াস শুরু হল বাংলা থেকেই। আর সেখানেই পেলেন সাফল্য।
[/video]