Breaking News

নবান্নে মোদীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, মমতা-কেজরিওয়াল সাক্ষাৎকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাতের নামে আসলে নবান্নকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করতে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মুখ্যমন্ত্রীর সফরের পরদিন এই ভাষাতেই তৃণমূলনেত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার বৈঠকের একটি ছবি প্রকাশ করে শুভেন্দুবাবু লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীজির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি করতে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নকে গতকাল অনৈতিকভাবে ব্যবহার করলেন আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। সব থেকে উদ্বেগের বিষয় হল এই বৈঠকে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী’।

শুভেন্দুবাবুর প্রশ্ন,‘সমালোচক অথবা নিন্দুকরা হয়তো পালটা প্রশ্ন করবেন, দু’ – তিন জন মুখ্যমন্ত্রী রাজ্য সচিবালয়ে বৈঠক করলে ভুলটা কোথায়? তাঁদের কাছে আমার প্রশ্ন, এটা যদি মুখ্যমন্ত্রীদের বৈঠক হয়ে থাকবে তাহলে তার আলোচ্যসূচি কোথায়? সেখানে কি দিল্লি ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে কোনও সমঝোতাপত্র সাক্ষরিত হয়েছে? যেমন-দিল্লি সরকার পশ্চিমবঙ্গ সরকারকে তাদের আবগারি নীতি প্রণয়নে সাহায্য করবে? বা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর দিল্লি সরকারের শিক্ষা দফতরকে কী ভাবে সৎ ও স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হয় তার প্রশিক্ষণ দেবে, ইত্যাদি’|মঙ্গলবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির তিন মন্ত্রী সঞ্জয় সিং, রাঘব চড্ডা ও আতিশি।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *