দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ। ফাঁকা রাজ্য নির্বাচন কমিশনারের পদ। নতুন আধিকারিকের নাম নিয়ে রাজ্য-রাজভবনের মধ্যে দড়ি টানাটানি চলছে। এর মধ্যেই এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনারের পদটি ফাঁকা। এরই মধ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস একটি নাম চেয়ে পাঠিয়েছেন রাজ্য সরকারের কাছে। মঙ্গলবার রাজভবনে গোয়ার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পর রাজ্যপাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সঠিক সময়ে কমিশনার নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে নবান্নের তরফে পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম পাঠানো হয়েছিল রাজভবনে। রাজ্যপাল রাজীবের সম্পর্কে আরও কিছু তথ্য চেয়ে পাঠান।
পরে নবান্ন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠায়। তবুও তৃতীয় নাম চেয়ে পাঠিয়েছে রাজভবন। এবার কার নাম পাঠানো হবে, তা নিয়ে আলোচনা চলছে নবান্নে। রাজ্য নির্বাচন কমিশনের বর্তমান কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে ২৮ মে। ২৯ মে নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার কথা ছিল। বস্তুত, পঞ্চায়েত ভোটের দায়িত্বে থাকবে নতুন নির্বাচন কমিশনারের কাঁধে। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ সময়ে রাজ্য প্রশাসনে অভিজ্ঞ রাজীব সিনহাকে দায়িত্বে চাইছে নবান্ন। রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে তাঁর নামই পাঠানো হয়েছে। সেই নামেই কি সিলমোহর দেবেন রাজ্যপাল? তাঁর কথায়, “সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।”প্রসঙ্গত, রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নকে একটি নোট পাঠিয়ে জানতে চেয়েছেন, কেন রাজীব সিনহার নামই প্রস্তাব করা হচ্ছে? রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব সম্পর্কে আরও তথ্য জানতে চেয়েছে রাজভবন। তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রেও রাজ্যের সঙ্গে সংঘাতে যেতে চাইছেন রাজ্যপাল?