দেবরীনা মণ্ডল সাহা :-অস্ত্র নিয়ে বালিখাদানে তোলাবাজি ও টাকা না দেওয়ায় ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি বিধায়কের আপ্ত সহায়ক। কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের আপ্তসহায়ক বিকাশ ঘড়ুইকে গ্রেফতার করেছে বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ। বৃহস্পতিবার ঐ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বলে খবর। বিজেপির দাবি, বেআইনি বালিখাদান বন্ধ করতে তৎপর হওয়ায় তাঁকে ফাঁসিয়েছে তৃণমূল।স্থানীয় সূত্রে খবর, এলাকায় সক্রিয় বিজেপি কর্মী ও কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের ‘আপ্তসহায়ক’ হিসেবেই পরিচিতি বিকাশ ঘড়ুই নামে ঐ যুবক।
তিনি কোতুলপুরে বিজেপি বিধায়কের কার্যালয়ের মূল দায়িত্বে রয়েছে বলেও জানা গিয়েছে। তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের অভিযোগ, বিজেপি বিধায়ক হরকালী বিধায়কের আপ্ত সহায়ক বিকাশ ঘড়ুই অস্ত্র নিয়ে বালিখাদানে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার কোতুলপুরের বিজেপি বিধায়কের ‘আপ্ত সহায়ক’ দিনে-রাতে বন্দুক নিয়ে ঘোরাফেরা করেন। ইন্দাসেরই একটি বালি খাদানে বিধায়কের নাম করে তোলা তুলতে গিয়েছিলেন অভিযুক্ত। খাদান মালিক তা দিতে অস্বীকার করেন। এরপরই বিকাশ খাদান মালিককে হুমকি দেয় ও সেখানে থাকা জেসিবি-সহ বেশ কিছু যন্ত্রপাতি সে ভাঙচুর করে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে |বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের আগে চক্রান্ত করে বিকাশ ঘড়ুইকে গ্রেফতার করিয়েছে তৃণমূল। বিকাশবাবু বেআইনি বালি খাদানের প্রতিবাদ করেছিলেন। তাই তাঁকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। দল তাঁর সঙ্গে রয়েছে। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিল্বেশ্বর সিনহা বলেন, ‘বিকাশ আমাদের একনিষ্ঠ কর্মী। তবে উনি বিধায়কের আপ্তসহায়ক একথা ঠিক নয়। ওকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশের সঙ্গে ষড়যন্ত্র করে পুলিশ এই কাজ করেছে।’