প্রসেনজিৎ ধর, কলকাতা :- কিছুদিন আগেই আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ‘মোকা’। পশ্চিমবঙ্গের উপর এর কোনও প্রভাব সরাসরি পড়েনি। কিন্তু, বাংলাদেশ এবং মায়ানমারে এর বড়সড় প্রভাব ফেলেছিল ঘূর্ণিঝড় মোকা। এবার নতুন করে জোড়া ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ। বঙ্গোপসাগর এবং আরব সাগরে ৮ জুন থেকে ১০ জুনের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদদের একাংশ।জুন মাসের মাঝামাঝি ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ও ‘তেজ’।
ফলে ফের তাণ্ডব করতে পারে জোড়া ঘূর্ণিঝড়।বিশ্বের আবহাওয়া মডেল অনুযায়ী, ৮ থেকে ১০ তারিখের মধ্যে বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। উত্তর আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৮-৯ জুনের মধ্যে নিম্নচাপটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর নাম হতে পারে ‘বিপর্যয়’, যা নামকরণ করেছে বাংলাদেশ। তবে তা কোন অভিমুখে যাবে এবং কোন কোন এলাকার উপর প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়।অন্যদিকে, জুনের দ্বিতীয় সপ্তাহে অপর একটি সাইক্লোন তৈরির সম্ভাবনা রয়েছে আরব সাগরে। ৫ থেকে ৭ জুনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। কেরালা উপকূলবর্তী এলাকায় তা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে, জানা যাচ্ছে এমনটাই। এই ঘূর্ণিঝড়টির নাম হবে ‘তেজ’।এই নাম দিয়েছে ভারত। উল্লেখ্য, ৪ জুন কেরালাতে মৌসুমী বায়ু প্রবেশের পূর্বাভাস রয়েছে। তেজের অভিমুখ ভারতও হতে পারে আবার তা পাকিস্তান উপকূলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এখনও এই ঘূর্ণিঝড়ের অভিমুখ স্পষ্ট নয়।