দেবরীনা মণ্ডল সাহা :-শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি।দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাঁদের গুরুতর আহত হয়েছে, তাঁদের ২ লাখ টাকা করে এবং বাকি আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন রেলমন্ত্রী।আশঙ্কা করা হচ্ছে যে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। আর এই দুর্ঘটনার প্রেক্ষিতে বাতিল করা হল গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা সূচনার অনুষ্ঠান।করমণ্ডল এক্সপ্রেসের অন্তত ১২টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে অন্তত ৩২জনের।
আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার কবলে পড়া ওই ট্রেনে এ রাজ্যের প্রচুর মানুষ ছিলেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুর্ঘটনার কবলে পড়া ওই ট্রেনের মধ্যে ছিলেন আসিফও। কোনওক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচেছেন তিনি। দুর্ঘটনার তাৎক্ষণিকতা ও আতঙ্ক এখনও তাঁর গলায় স্পষ্ট। জানালেন, পুরো এদিক ওদিক হয়ে গিয়েছিল ট্রেন। কোনওরকমে ট্রেন থেকে নেমে দেখছি, কত লোক মারা গিয়েছে। আগের বগি, পিছনের বগি পুরো উল্টে গিয়েছে। আমরা কোনওরকমে বেরিয়ে এসেছি। আমরা যখন বগির গেট থেকে বেরোলাম, তিনজন ওখানেই মরে গিয়েছিলেন। কত লোক মারা গিয়েছেন, বলতে পারব না।’করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ঘটনাস্থলে যাচ্ছে রাজ্যের প্রতিনিধিদল। নবান্নে চালু বিশেষ হেল্পলাইন নম্বর।দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই টুইটে দুঃখপ্রকাশ করেন মোদি। রেলমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা বলেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বালাসোরের কাছে একটি মালগাড়ি এবং শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। আমরা ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নম্বরটি হল: ০৩৩-২২১৪৩৫২৬/২২৫৩৫১৮৫। রাজ্য থেকে ৫-৬ জনের একটি প্রতিনিধিদল দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিচ্ছে। মুখ্যসচিব, অন্যান্য শীর্ষস্তরীয় আধিকারিকদের মতো আমিও পরিস্থিতির দিকে নজর রেখেছি।”ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ামাত্র জরুরি বৈঠকও করেন মুখ্যসচিব। তিনি জানান, মানস ভুঁইয়া, দোলা সেন-সহ পাঁচ-ছ’জন প্রতিনিধি ঘটনাস্থলে যাচ্ছেন। রেলের তরফেও বেশ কয়েকটি হেল্পলাইন চালু করা হয়েছে। শালিমারের হেল্পলাইন নম্বরটি হল ৯৯০৩৩৭০৭৪৬। হাওড়া: (০৩৩)২৬৩৮২২১৭। খড়গপুর: ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯। বালেশ্বর: ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও মেডিক্যাল টিম। গ্যাস কাটার দিয়ে দরজা, জানলা কেটে শুরু হয়েছে উদ্ধারকাজ। রেল সূত্রে খবর, এই দুর্ঘটনায় জখম হয়েছেন ১৩২ জন। তাঁরা প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকের শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। এদিকে, এই দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। সেই ট্রেনগুলি হল:
হাওড়া পুরী এক্সপ্রেস
হাওড়া স্যার এম ভিসভেস্বর্যু টার্মিনাল এক্সপ্রেস
হাওড়া চেন্নাই মেল
শালিমার পুরি সুপারফাস্ট
শালিমার সম্বলপুর এক্সপ্রেস
সাঁতরাগাছি পুরী স্পেশাল ট্রেন
বালেশ্বর ভুবনেশ্বর এক্সপ্রেস
জলেশ্বর পুরী এক্সপ্রেস
বাংড়িপসি এক্সপ্রেস
খড়গপুর খুরদা রোড এক্সপ্রেস
খড়গপুর ভদ্রক এক্সপ্রেস
হাওড়া ফলকনামা এক্সপ্রেস
শালিমার পুরী এক্সপ্রেস
হাওড়া এস এম ভি টি বেঙ্গালুরু সুপারফাস্ট
বালেশ্বর ভদ্রক মেমু
শালিমার হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
হাওড়া তিরুপতি হাম সফর এক্সপ্রেস
যে সব ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে-
সাঁতরাগাছি চেন্নাই এক্সপ্রেস
দীঘা বিশাখাপত্তনম এক্সপ্রেস
শালিমার পুরী শ্রী জগন্নাথ সুপার ফাস্ট এক্সপ্রেস
হাওড়া মাইসুরু এক্সপ্রেস