Breaking News

উত্তর দিনাজপুরে হঠাৎ মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন, সভার স্থান ছিল কালিয়াগঞ্জের পরিবর্তিত হয়ে হল রায়গঞ্জ, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা :- হঠাৎ করেই উত্তর দিনাজপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তিত হল | আগামী ৯ ফ্রেরুয়ারি মাটি উৎসবের উদ্বোধন করতে বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়| আর তারপরের দিন অর্থাৎ ১০ ফ্রেরুয়ারি মালদহে জনসভা করার কথা মমতার | ঠিক ছিল, সেদিনই দুই দিনাজপুরের তৃণমূল কর্মীদের নিয়ে উত্তর দিনাজপুরের কলিয়াগঞ্জে আরও একটি সভা করবেন মমতা বন্দোপাধ্যায় বলে ঠিক ছিল | প্রাথমিকভাবে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আচমকাই সভাস্থল বদলে গেল| কালিয়াগঞ্জে নয়, রায়গঞ্জ স্টেডিয়ামে সভা করবেন মুখ্যমন্ত্রী |

যুদ্ধকালীন তৎপরতায় এখন জেলার সদর শহরে সভার প্রস্তুতিতে নেমে পড়েছে প্রশাসন ও দলীয় নেতৃত্ব| তৃণমূল সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলার প্রান্তিক এলাকা কালিয়াগঞ্জ | সেখানে যদি মুখ্যমন্ত্রী সভা করেন, তাহলে জেলারই চোপড়া, ইসলামপুর কিংবা গোয়ালপোখরের মতো এলাকা থেকে কর্মীদের আসার ক্ষেত্রে সমস্যা হবে | তাই সভাস্থল পরিবর্তনের সিদ্ধান্ত বলে জানা গেছে | প্রসঙ্গত, প্রথম থেকেই সভাস্থল হিসেবে দুটি জায়গা নিয়ে আলোচনা চলছিল বলে দাবি করেছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল |তবে,হঠাৎ করে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা | এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির দাবি, কালিয়াগঞ্জে তৃণমূলের গোষ্ঠীকোন্দল এমন জায়গায় পৌঁছেছে, যে মুখ্যমন্ত্রীর সভায় লোক না হওয়ার আশঙ্কা রয়েছে| সেকারণে রায়গঞ্জে সভা স্থানান্তরিত করা হল|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *