নিজস্ব সংবাদদাতা :- করোনা টিকা নিলেন কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার অনুজ শর্মা | আজ থেকে করোনা প্রতিষেধক দেওয়া শুরু হল কলকাতা পুলিশ কর্মীদের | আর এদিন পুলিশ কমিশনারের পদ থেকে বিদায় নেওয়ার ঠিক আগেই এদিন ভবানীপুর পুলিশ হাসপাতালে করোনা টিকা নিলেন অনুজ শর্মা |
এডিজি সিআইডি পদে যোগ দেওয়ার আগেই টিকা নিলেন অনুজ শর্মা | টিকা নিয়ে সোজা লালবাজার চলে যান তিনি | সেখানে কলকাতার নতুন নগরপাল সৌমেন মিত্রকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান অনুজ শর্মা | নয়া পুলিশ কমিশনারকে বুঝিয়ে দেন তাঁর কার্যভার | প্রথম সারির করোনা যোদ্ধাদের ইতিমধ্যেই করোনা টিকা দেওয়ার শুরু হয়েছে | প্রথম দফায় রাজ্যের কয়েক হাজার স্বাস্থ্যকর্মী করোনা টিকা নিয়েছেন | এবার দ্বিতীয় দফায় পুলিশ কর্মীদের প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে | গত বছর মার্চে লকডাউন শুরু হওয়া থেকে করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছে কলকাতা পুলিশ | করোনা আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের | সরকারি সূত্র অনুযায়ী, চার হাজারের বেশি পুলিশ কর্মী করোনা সংক্রমিত হন | অনুজ শর্মারও করোনা হয়েছিল | বেলা এগারোটা থেকে শুরু হয় টিকাকরণ। টিকা নেওয়ার পর অনুজ শর্মা জানান টিকাতে ভয় পাওয়ার কোন কারণ নেই, নিয়মমাফিক ২৮ দিন পর তিনি দ্বিতীয় বুস্টার নেবেন | সহকর্মী ও অধস্তনদের ভয় বা আশঙ্কা কাটানোর জন্য সবার আগে করোনা টিকা নিলেন অনুজ শর্মা কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া সাইটে সেই ছবি পোস্ট হয় | এছাড়া নিজের টুইটার হ্যান্ডেল থেকেও করোনা টিকা নেওয়ার ছবি পোস্ট করেছেন তিনি |