Breaking News

নৈহাটি-ব্যান্ডেল লাইনে শনিবার থেকে কিছু ট্রেন বাতিল!রইল তালিকা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নৈহাটি–ব্যান্ডেল লাইনে রাতের ট্রেন চলাচলে ঘটবে বিঘ্ন। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নৈহাটি জংশন–হালিশহর এর মধ্যে তৃতীয় লাইনে কাজ চলবে। তার জন্য শনিবার থেকে রাতে চার ঘণ্টার জন্য নৈহাটি–ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেল জানিয়েছে, রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে তিনটে পর্যন্ত নৈহাটি, ব্যান্ডেলের মাঝে আপ এবং ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। চলবে না ট্রেন। শনি, রবি এবং সোমবার এই পরিস্থিতি থাকবে। যার ফলে ওই তিন দিন রাতের আপ এবং ডাউন নৈহাটি–ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে। এছাড়া বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে।

সেগুলিকে নৈহাটির পরিবর্তে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।এ ছাড়া, ওই তিন দিন কিছু ট্রেন নৈহাটির পরিবর্তে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দক্ষিণেশ্বরে ট্রেনগুলির স্টপেজও দেওয়া হবে। বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ডানকুনি দিয়ে ঘোরানো হবে ১১ জুন, ১২ জুন এবং ১৩ জুন। জোগবানি-কলকাতা এক্সপ্রেস ডানকুনি দিয়ে ঘুরবে শুধু ১১ তারিখ। জয়নগর-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস ঘুরপথে যাবে ১২ তারিখ, সীতামঢ়ী-কলকাতা মিথিলাঞ্চল এক্সপ্রেস ঘুরপথে যাবে ১৩ তারিখ।ওই তিন দিন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং গোরখপুর জংশন-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেসের গতিপথ হাওড়া ডিভিশনে নিয়ন্ত্রণ করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *