প্রসেনজিৎ ধর :-মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হল সিপিআইএম প্রার্থীর। ঘটনাটি ঘটেছে শীতলকুচির বাউদিয়া বাজার এলাকায়। মৃতার নাম আয়েশা বিবি। তাঁর বয়স ৪৫ বছর। তিনি এবারের পঞ্চায়েত ভোটে খলিসামারি গ্রামের সিপিআইএম মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন। মঙ্গলবার সকালে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা করেন তিনি। মনোনয়ন জমা দিয়ে স্কুটিতে বাড়ি ফিরছিলেন তিনি। স্কুটিতে ছিলেন তাঁর ছেলে আজাদ মিঞা। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সিপিআইএম প্রার্থীর। আজাদের মাথায় হেলমেট থাকার কারণে তিনি কোন মতে প্রাণে বেঁচে যান। তবে দুর্ঘটনায় তাঁরও অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা আজাদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছেন।
জানা গিয়েছে, মৃতের নাম আয়েশা বিবি। শীতলকুচি ব্লকের খলিসামারী গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী ছিলেন তিনি। এদিন সকালে স্কুটিতে চেপে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন আয়েশা। স্থানীয় বাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় সেই স্কুটিটি যখন ডাম্পারকে যখন পাশে কাটাতে যায়, তখন ডাম্পার চাকার নিচে চলে যান সিপিএম প্রার্থী। মৃত্যু হয় ঘটনাস্থলেই।মাথা থেঁতলে যায় আয়েশা বিবির। তবে ছেলের মাথায় হেলমেট থাকায় সে প্রাণে বেঁচে যায়।স্থানীয় বাসিন্দারা যতক্ষণে ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করেন, ততক্ষণে মৃত্যু হয় আয়েশা বিবির। আশঙ্কাজনক অবস্থায় তাঁর ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ। দেহটি উদ্ধার নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ পরিবারের সদস্যরা। স্থানীয় সিপিএম নেতৃত্বের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Hindustan TV Bangla Bengali News Portal