নিজস্ব সংবাদদাতা :- গরু পাচার কাণ্ডে এবার প্রধান অভিযুক্ত এনামুল হক-সহ ৭ ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই | আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায়ের কাছে সোমবার চার্জশিট পেশ করা হয় | বিচারক চার্জশিট পর্যবেক্ষণ করে পরবর্তী শুনানির দিন ধার্য করবেন তিনি| চার্জশিটে এফআইআরে নাম থাকা চারজনের পাশাপাশি আরও তিনজনের নাম যুক্ত করা হয়েছে |
সিবিআই সূত্রের খবর,চার্জশিটে নাম রয়েছে এনামুল হক, বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমার, গোলাম মুস্তাফা ও আনারুল শেখের | এই চারজনের সঙ্গে চার্জশিটে এনামুলের স্ত্রী রশিদা বিবি, সতীশ কুমারের স্ত্রী তানিয়া সান্যাল ও শ্বশুর বাদলকৃষ্ণ সান্যালের নাম যুক্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর মিলেছে |
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চার্জশিটে ৪২০ ধারাও নতুন যোগ করা হয়েছে | গত ১১ ডিসেম্বর আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করার পর থেকে জেল হেফাজতেই রয়েছেন এনামুল | সে দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ৬০ দিন জেল হেফাজতে আছেন এনামুল| ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা না পড়লে আগামী ১০ ফেব্রুয়ারি এনামুলের জামিনে মুক্ত নিশ্চিত ছিল|জামিন আটকাতেই ৬০ দিনের মাথায় সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করল সিবিআই | সূত্রের খবর, মামলাটিকে শক্তিশালী করতে আরও কিছু ধারা যোগ করা হয়েছে |