প্রসেনজিৎ ধর :- যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল ভোটের আগেই পুরনো দলকে খোঁচা দিলেন সদ্য বিজেপিতে যোগদান করা রাজীব বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই তৃণমূলের সাথে মতের অমিল চলছিল রাজীবের। বেশ কয়েকটি সভা এবং বৈঠকেও তিনি উপস্থিত হতে পারেন নি। কিন্তু শেষমেশ সব জল্পনার অবসান করে সপ্তাহ দুই আগেই তিনি নিজের পুরনো দল থেকে ইস্তফা দেন। এমনকি বিজেপিতে যোগ দেন। আর তার দিন কয়েক কাটতেই এবার পুরনো দল সম্পর্কে নতুন সুর চড়ালেন রাজীব।
এ দিন রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, “এক এক সময় মনে হচ্ছে এমন অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেসের, তারা হয়তো যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না। সাংবাদিকদেরও ডাক আসতে পারে। বিভিন্ন খেলোয়াড়দের প্রস্তাব দেওয়া হচ্ছে। শুনছি প্রার্থী হবেন বলে ইস্তফা দিয়েছেন এক পুলিশ সুপার। সুপারের স্ত্রী প্রার্থী হতে পারেন। কোনও এক পুলিশ অফিসার প্রার্থী হবেন।” অন্যদিকে রাজীবের এই মন্তব্যে পাল্টা মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, “পদ্মফুলে আছেন, পদ্মফুলেই থাকুন। তৃণমূল নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই। গণনার পর রাজীব বন্দ্যোপাধ্যায় আগামী দুবছর ঘুমোতে পারবে না। বঙ্গ বিজেপি তো এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট কোম্পানি হয়ে গিয়েছে। আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনেই সব হবে।”