দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। গত শুক্রবার (৯ জুন) থেকে চলছিল মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ১৫ জুন পর্যন্ত যে হিসেব রাজ্য নির্বাচন কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে, তাতে বাকিদের পিছনে ফেলে দিল রাজ্যের শাসক দল।পঞ্চায়েতের তিন স্তরে (গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ) মনোনয়ন জমা দেওয়ায় বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে তৃণমূল। কমিশন সূত্রে যে হিসেব এসেছে, তা অনুযায়ী, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বিজেপি মনোনয়ন জমা করেছে ৪৬৩৮১টি, সিপিআইএম জমা দিয়েছে ৪০৪২৯টি, কংগ্রেস দিয়েছে ১৪২০৫টি, নির্দলদের তরফে জমা করা হয়েছে ১৩১৫৭টি মনোনয়ন, আর বাকিদের পিছনে ফেলে অনেকটা এগিয়ে তৃণমূল জমা করেছে ৭৩২১১টি মনোনয়ন।অপরদিকে, পঞ্চায়েত সমিতিতে বিজেপি জমা করেছে ৮৮৮২টি মনোনয়ন, সিপিআইএম জমা করেছে ৭৩৮৩টি মনোনয়ন, কংগ্রেস দিয়েছে ২৮০৪টি মনোনয়ন, নির্দল তরফে জমা করা হয়েছে ২৭২৯টি মনোনয়ন আর তৃণমূল জমা করেঠে ১১৫২৭টি মনোনয়ন।