Breaking News

বসিরহাটের ৬০ বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা নিতে হবে শুক্রবার,নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর :-কলকাতা হাইকোর্টে মঞ্জুর বিজেপি প্রার্থীদের আর্জি | বসিরহাটের ৬০ জন বিজেপি প্রার্থীর মনোনয়নের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল আদালত | শুক্রবার মহকুমাশাসকের কাছে মনোনয়ন জমা দিতে হবে তাঁদের | বসিরহাটের চারটি ব্লকের বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশে বাড়তি সময় দিল কলকাতা হাইকোর্ট |

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন৷বিচারপতি সিনহার নির্দেশ, বসিরহাটের সন্দেশখালি ১ এবং সন্দেশখালি ২, মিনাখাঁ, ন্যাজাট ও হাড়োয়া ব্লকের যে বিজেপি প্রার্থীরা মনোনয়ন পেশ করতে পারেননি, তাঁরা এই সুযোগ পাবেন | তবে বিডিও অফিসে নয়, মনোনয়ন পর্ব সম্পন্ন করতে হবে এসডিও অফিসে | বিজেপি সহ বিরোধী দলের সব প্রার্থীরাই এই সুযোগ পাবেন | প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশের জন্য রাজ্য নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়েছে | কিন্তু এদিন সকাল থেকেই হাইকোর্টে বিজেপি-র আইনজীবীরা অভিযোগ করেন, আদালতের নির্দেশ সত্ত্বেও বসিরহাটে তাঁদের দলের প্রার্থীদের মনোনয়ন পেশের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেয়নি পুলিশ | এদিন বিচারপতি অমৃতা সিনহা সব শুনে নির্দেশ দিয়ে বলেন, আজ বিকেল চারটে পর্যন্ত এসডিও অফিসে বিজেপি সহ যে বিরোধী প্রার্থীরা উপস্থিত থাকবেন, তাঁদের প্রত্যেকের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে | বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারকে নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা করারও নির্দেশ দেন বিচারপতি |
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *