দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ রথযাত্রা উপলক্ষ্যে কলকাতার ইসকন মন্দিরে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ মঙ্গলবার বেলা ১টা নাগাদ এই রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা মেনে মুখ্যমন্ত্রী রথে চড়ে জগন্নাথের মঙ্গল আরতি করেন। তাঁকে ফুল অর্পণ করেন। তারপর রথ থেকেই শান্তির বার্তা দেন তিনি রাজ্যবাসীকে। এমনকী আজ প্রথা মেনে রথের পুজো শেষ করে তিনি সকলের সঙ্গে রথের দড়িতে টান দেন।এদিন তাঁর সঙ্গে সেখানে হাজির ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, সাংসদ মিমি চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিন সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শান্তির বার্তা দেন। আর এই বিষয়ে ইস্কনের প্রধান অনন্ত মোহন দাস মহারাজ বলেন, ‘আমরা এমন এক জগতে বাস করছি, যেখানে সর্বদা উদ্বেগ এবং বিভ্রান্তি আমাদেরকে উত্তেজিত করে তুলছে। তাই আমরা মনের শান্তি চাই। তাই এই বছর কলকাতার রথযাত্রার থিম ‘মানসিক শান্তি’। ইসকনের লক্ষ্য আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করে তাঁদের শান্তির দিকে পরিচালিত করা।’এদিন শান্তির বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা করেন। তাঁর কথায়, ‘দেবতা তো মানুষের মধ্যে থেকেই তৈরি হয়। মানুষের অন্তর আত্মাই দেবতার অন্তর আত্মা।