Breaking News

ইসকনের রথযাত্রায় দড়ি টেনে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী,এই বছর ইসকনের রথযাত্রার থিম ‘মানসিক শান্তি’!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ রথযাত্রা উপলক্ষ্যে কলকাতার ইসকন মন্দিরে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ মঙ্গলবার বেলা ১টা নাগাদ এই রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা মেনে মুখ্যমন্ত্রী রথে চড়ে জগন্নাথের মঙ্গল আরতি করেন। তাঁকে ফুল অর্পণ করেন। তারপর রথ থেকেই শান্তির বার্তা দেন তিনি রাজ্যবাসীকে। এমনকী আজ প্রথা মেনে রথের পুজো শেষ করে তিনি সকলের সঙ্গে রথের দড়িতে টান দেন।এদিন তাঁর সঙ্গে সেখানে হাজির ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, সাংসদ মিমি চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিন সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী শান্তির বার্তা দেন। আর এই বিষয়ে ইস্কনের প্রধান অনন্ত মোহন দাস মহারাজ বলেন, ‘‌আমরা এমন এক জগতে বাস করছি, যেখানে সর্বদা উদ্বেগ এবং বিভ্রান্তি আমাদেরকে উত্তেজিত করে তুলছে। তাই আমরা মনের শান্তি চাই। তাই এই বছর কলকাতার রথযাত্রার থিম ‘মানসিক শান্তি’। ইসকনের লক্ষ্য আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করে তাঁদের শান্তির দিকে পরিচালিত করা।’‌এদিন শান্তির বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা করেন। তাঁর কথায়, ‘‌দেবতা তো মানুষের মধ্যে থেকেই তৈরি হয়। মানুষের অন্তর আত্মাই দেবতার অন্তর আত্মা।

দেবদেবীর মধ্য দিয়েই আমরা আমাদের মনোবাসনা, আমাদের মনের স্বপ্ন, আমাদের মনের ব্যথা, আমাদের মনের কথা, আমাদের মনের সুখ–দুঃখ সব কিছু দেবতার চরণে অর্পণ করি। তার কারণ, এটা আমাদের বিশ্বাস। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর।’‌ এরপরই তাঁর নতুন ঘোষণা, ‘‌পুরীর দৈতাপতি ফোন করেছিলেন। বললেন, রথে উঠছি। আমাদের নামে পুজো দেবেন। আমি বললাম, জগন্নাথ যদি পারমিশান দেন তাহলে আগামী বছর দিঘায় আমরা যে জগন্নাথ মন্দির গড়ছি সেখানেই বড় করে রথযাত্রার আয়োজন করব। মাহেশের উন্নয়ন আমরা করে দিয়েছি। ইস্কনকেও মায়াপুরে আমরা ৭০০ একর জমি দিয়েছি। আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। কিছুদিন আগেই এক রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। অনেক মানুষ মারা গিয়েছেন। রথযাত্রা তো মুক্তির দিন। আমি তাঁদের আত্মার শান্তি কামনা করি। আর বিশ্বের শান্তি, দেশের শান্তি, রাজ্যের শান্তি, মানুষের শান্তি কামনা করি।’‌
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *