প্রসেনজিৎ ধর, কলকাতা :-ঠাকুরবাড়ির অশান্তি নিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই মামলায় রাজ্য পুলিশের ডিজি-কে সিট গঠনের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দেয়, মামলকারীর অভিযোগ এফআইআর হিসাবে গ্রহণ করতে হবে। এডিজি পদমর্যাদার কোনও অফিসারকে এই তদন্তের দায়িত্ব দিতে হবে। যে সব ভক্তদের গ্রেফতার দেখানো হয়েছে, তাঁদের জামিন দিতে হবে। তাঁরা তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে দু’দিন দু ঘণ্টার জন্য দেখা করবেন। তাঁদের জেলা না ছাড়ার নির্দেশও দেওয়া হয় আদালতের তরফে।সেদিনের ঘটনার পর মন্দির ও চাঁদ পাড়া হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৮ জুলাই তদন্তে অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে তদন্তকারী অফিসারকে।সঙ্গে সেদিনের ঘটনায় গ্রেফতার সমস্ত মতুয়াকে জামিন দিতে নির্দেশ দিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, এই ঘটনায় এফআইআর গ্রহণ করতে হবে পুলিশকে। মন্দির ও হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা আদালতে পেশ করতে হবে সিটকে |
গত ১১ জুন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যান অভিষেক। সেখানে হরিচাঁদ মন্দিরে প্রবেশের সময় তাঁর পথ আটকে দাঁড়ান মতুয়া ভক্তরা। অভিযোগ করেন, অনুমতি ছাড়াই মন্দিরে প্রবেশের চেষ্টা করছেন তিনি। এরই মধ্যে শান্তনু ঠাকুর মন্দিরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। যার ফলে নিরাশ বদনে ফিরতে হয় অভিষেককে। এই ঘটনায় বেশ কয়েকজন মতুয়াকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ।সব পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি মান্থা এই মামলার তদন্তে সিট গঠনের নির্দেশ দেন।
Hindustan TV Bangla Bengali News Portal