Breaking News

পঞ্চায়েত ভোটে কাটছে জট!৩১৫ কোম্পানি বাহিনী দ্রুতই আসছে বাংলায়, কমিশনকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে বাহিনী নিয়ে জট কাটতে চলেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ৩১৫ কোম্পানি বাহিনী অবিলম্বে জেলায় যাবে। এই বাহিনী কোথায় কত মোতায়েন হবে, তা নিয়েই একটা জটিলতা তৈরি হচ্ছিল। পর্যাপ্ত বাহিনী দিয়ে ভোট করানোর কথা বলে আদালত। এ নিয়ে আরও বাহিনী দেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেয় নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় পাঠানো হবে। যত দ্রুত সম্ভব ওই বাহিনী পাঠানো হবে। কোথায় কোন বাহিনী পাঠানো হবে তাও ঠিক করবে কেন্দ্র। এমনটাই চিঠিতে জানানো হয়েছে।বাহিনী পাঠানো নিয়ে যে জট তৈরি হয়েছিল তা কাটল বলা যেতে পারে। তবে তা ওই ৩১৫ কোম্পানি বাহিনীর ক্ষেত্রে।

কারণ গতকালই কমিশন জানিয়ে দিয়েছিল কোন বাহিনী কোথায় যাবে তা বলার কথা নয় কমিশনের। সেটা ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রক। কমিশন শুধুমাত্র জানিয়ে দেবে কোথায় কত বাহিনী পাঠাতে হবে। কিন্তু বাকী যে ৪৮৫ কোম্পানি বাহিনী তা নিয়ে কিছু বলেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কমিশন সূত্রে খবর, আলিপুরদুয়ারের জন্য ৬ কোম্পানি, বাঁকুড়ায় ২৪ কোম্পানি, বীরভূমে ১৯ কোম্পানি, কোচবিহারে ১৪ কোম্পানি, কোচবিহারের ১৪ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৬ কোম্পানি, দার্জিলিংয়ে ৫ কোম্পানি, হুগলি ১২ কোম্পানি, হাওড়ায় ১০ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে।কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, মানুষের কাছে হেরে গিয়েছেন, প্রত্যাখাত হয়েছেন এঁরা। কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে। বিরোধী শিবির থেকে দেড় লক্ষ মনোনয়ন জমা পড়েছে আর বিজেপি মনোনয়ন জমা দিতে পারল না!নন্দীগ্রামে ৬৫টি জেলায় প্রার্থী দিতে পারেননি শুভেন্দু। কেন? এর আগেও কেন্দ্রীয় বাহিনী এসেছিল। বিজেপি নেতারা ঢালাও প্রচার করেছিলেন, আব কি বার দোশো পার। উল্টে বিজেপিকেই মানুষ পগার পার করে দিয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *