Breaking News

দুর্যোগে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার, জরুরি অবতরণ সেবক এয়ারবেসে!বিপদ থেকে জোর রক্ষা মমতার

দেবরীনা মণ্ডল সাহা :- নির্বাচনী প্রচারে বেরিয়ে দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার | সেবকের বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করেছে মুখ্যমন্ত্রীর চপার। আজ দুপুরে জলপাইগুড়ির জনসভা শেষে ফিরেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই দুর্যোগের কবলে পড়ে চপারটি। যদিও সেবকের বায়ুসেনার ঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে চপারটি।জলপাইগুড়ি থেকে সভা করে ফেরার পথে আচমকাই প্রাকৃতিক দুর্যোগের মুখে পরে মমতার চপারটি। বাগডোগরা বিমানবন্দরের কাছে আসতেই চরম দুর্যোগ শুরু হয়। কাঁপতে থাকে হেলিকপ্টারটি।প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যখন চপারে করে জলপাইগুড়ি থেকে ফিরে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। হালকা বৃষ্টিও শুরু হয়েছিল। আকাশপথে দৃশ্যমানতা অনেকটা কমে যায়। এমন অবস্থায় দুর্যোগের পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করে সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট।

তবে পাইলটের উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্তের জন্য এদিন বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই খবর। জানা গিয়েছে, পরিস্থিতি বুঝে এখান থেকে বাগডোগরা মুখ্যমন্ত্রীকে বাগডোগরা পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে আজই কলকাতা ফেরার কথা তাঁর। উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ লাগাতার বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের বিভিন্ন জায়গায় ভারী ও অতি ভারী বৃষ্টি চলছে। আর সেই দুর্যোগের কবলেই পড়ে মমতার হেলিকপ্টার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *