প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুখ্যসচিব পদে এক্সটেনশন হল হরিকৃষ্ণ দ্বিবেদির। ৬ মাসের এক্সটেনশন হল তাঁর। মুখ্যসচিব পদে আরও ৬ মাসের মেয়াদ বাড়ল হরিকৃষ্ণ দ্বিবেদির। প্রসঙ্গত, আজই মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার কথা ছিল হরিকৃষ্ণ দ্বিবেদির। কিন্তু শেষ মুহূর্তে এক্সটেনশেন পেলেন তিনি। রাজ্যের আর্জি মেনে নিল কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘ছয় মাস চাকরির মেয়াদ বৃদ্ধি মুখ্যসচিবের। হরিকৃষ্ণ দ্বিবেদিকে এক্সটেনশন দিল কেন্দ্র। আজই শেষ ছিল মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির সময়সীমা।’শুক্রবার ছিল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরিজীবনের শেষ দিন। তাই আগে থেকেই তাঁর চাকরির মেয়াদবৃদ্ধির আবেদন জানিয়ে দিল্লিকে আবেদন জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কোনও সাড়া না পাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছিল নবান্নে। কারণ, এর আগে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদবৃদ্ধির আবেদনে তাঁর চাকরিজীবন শেষের ১০ দিন আগেই সাড়া দিয়েছিল কেন্দ্র।মুখ্যসচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদির এক্সটেনশনের জন্য কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং-এ প্রায় এক মাস আগে চিঠি পাঠিয়ে ছিল রাজ্য। সেই চিঠির উত্তর আসার অপেক্ষাতেই ছিল রাজ্য সরকার। উল্লেখ্য, এর আগের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের এক্সটেনশনের চিঠি অবসরের ১০ দিন আগেই এসে পৌঁছেছিল। কিন্তু এবার আর উত্তর আসছিল না।