দেবরীনা মণ্ডল সাহা :- যে বহরমপুর লোকসভা আসন চেষ্টা করেও জিততে পারেনি তৃণমূল, সেই বহরমপুরেই আজ সভা করবেন মমতা বন্দোপাধ্যায়। সদ্যই তিনি উত্তরবঙ্গ সফর শেষ করেছেন। চারদিনের উত্তরবঙ্গ সফরে বেশ কয়েক জনসভায় বাংলার উদ্দেশ্যে তিনি বহু বার্তা দিয়েছেন। আর এবার পালা বহরমপুরের। বলা যেতে পারে আসন্ন ভোটে বিজেপির সাথে সেরকম টক্কর না থাকলেও লড়াই হবে বাম-কংগ্রেস ও মিমের সাথে। তাই যে সংখ্যালঘু ভোট মমতা বন্দোপাধ্যায়ের ভরসা সেখানে কোনও ভাগ বসাতে দিতে চান না তিনি |
প্রসঙ্গত, এই বছরের বিধানসভা নির্বাচন নিয়ে শুরুর দিকে কিছুটা ধারণা পাওয়া গেলেও যত দিন এগোচ্ছে ততই অস্পষ্ট হচ্ছে বাস্তব ধারণা। কারণ দুই প্রতিপক্ষ দলই নিজেরদের কড়া স্ট্র্যাটেজি নিয়ে লড়াইয়ে নেমেছে। দফায় দফায় ভোটের আগে যেভাবে জনসভা আর মিটিং মিছিল চলছে তার থেকে একটা কথা পরিষ্কার কেউই দমে যেতে রাজি নয়। এমনকি ফাঁক ফোঁকর গলে প্রত্যেক জেলায় নিজেদের আসন পরিসর বাড়াতে শিরোহস্ত প্রত্যেকেই।