নিজস্ব সংবাদদাতা :- জোড়াবাগানে নাবালিকা খুনের ঘটনায় রজু হল গণধর্ষণের মামলা। বেশ কিছুদিন আগেই পুলিশ গ্রেফতার করে দাড়োয়ান রাম কুমারকে। এরপরে তাকে জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে আসে আরেক জনের নাম। সেদিন ধর্ষণে রামের সাথে থাকা পেশায় মার্বেল মিস্ত্রি রণবীরের নামও জড়িয়ে গিয়েছে। কারণ দুই জন একসাথে মদ্যপান করে। পরে নাবালিকাকে যৌন নির্যাতনে করা হয়। যৌন নির্যাতনের পর ছুরি নিয়ে আসে রাম, নাবালিকার গলা কেটে দেয় রণবীর। একথা নিজের মুখেই জানিয়েছে রণবীরই।
গণধর্ষণের মামলা ছাড়াও ইতিমধ্যেই যোগ করা হয়েছে ৩৪ নম্বর ধারা। প্রসঙ্গত, গত সপ্তাহেই জোড়াবাগানে ধর্ষণের শিকার হয় বছর নয়ের শিশু। বুধবার সন্ধ্যা পৌনে ৮টা থেকেই নিখোঁজ ছিল বছর নয়েকের ওই নাবালিকা। পরের দিন সকালেই ওই এলাকার একটি গলি থেকে অর্ধ বিবস্ত্র অবস্থায় ওই নয় বছরের বালিকার দেহ উদ্ধার করা হয়। এরপরেই অপরাধীর খোঁজে তল্লাশি শুরু করেন গোয়েন্দাসহ ফরেন্সিক টিমও।
Hindustan TV Bangla Bengali News Portal